সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই কাল হল, হাসপাতালের বেডে 'কাঁচা বাদামের' ভুবন বাদ্যকর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৯:৪৩ এএম

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই কাল হল, হাসপাতালের বেডে 'কাঁচা বাদামের' ভুবন বাদ্যকর

গাড়ি  দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভুবন বাদ্যকর। সদ্য কেনা একটি চার চাকার গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন ভারতের পশ্চিমবঙ্গের   ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।  ওই গাড়ি চালানো শেখার সময়ই এটি একটি দেওয়ালে ধাক্কা মারলে তিনি আহত হন।

আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাদ্যমে খবরে বলা হয়, বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে ভুবনের আঘাত গুরুতর নয়।তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। তার বুকের এক্স-রে করানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁর হাতে। শোনা যাচ্ছে, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।

প্রসঙ্গত, 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম'। এই গানটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। ভুবন বাদ্যকর পেশায় একজন বাদাম বিক্রেতা।  

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। পেটের টানে কাঁচা বাদামের বস্তা পিছনে চাপিয়ে ঘুরে বেড়ান  গ্রাম থেকে গ্রামে।আগে সাইকেলে করে ঘুরলেও এখন পুরনো একটা মোটর সাইকেল কিনে তাতে চেপেই বাদাম বিক্রি করতে বের হন তিনি। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে গিয়েই গান বেঁধেছেন তিনি। বাদামওয়ালার গানের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসেন অনেকেই। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তাঁর কাছে বাদামও কেনেন অনেকেই। তবে শুধু টাকা দিয়ে নয়, পুরনো সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম কেনা যায় তাঁর কাছ থেকে। আর এই সরঞ্জামের নাম দিয়েই একটি গান বেঁধে ফেলেন তিনি।

ইতিমধ্যেই ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি টলিউড, বলিউড ছেড়ে বিদেশেও ছড়িয়ে পড়েছ। প্রত্যেকেই নিজের মতো পৃথক সংষ্করণ বার করেছে। সঙ্গে চলছে ডাবসম্যাশ এবং নাচের রিলস। আর এবার শিল্পী ভুবন বাদ্যকরের ব্যবসায়িক স্বার্থকে কাজে লাগিয়ে গুরুত্ব দিয়ে দেখছে গোধূলিবেলা মিউজিক কোম্পানি।

বীরভূমের ইলামবাজারের  এই গোধূলিবেলা মিউজিক কোম্পানিই প্রথম শিল্পী ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

Link copied!