ইতিহাস-২ বানাবে সেখানে যে আমাকেই নিতে হবে এমন কোনো কথা নেই। আমি আসলে জানি না। আমার সাথে এখনো কথা হয়নি। তবে সব কিছুর একটা ব্যাপার থাকে। সময়, সুযোগ, শিডিউল সব কিছু মিলিয়ে যদি হয় অবশ্যই কাজ করবো। কাজী হায়াতের মতো ভালো একজন ডিরেক্টরের সঙ্গে আমার অফার আসলে অবশ্যই কাজ করবো। ইতিহাস - ২ নির্মাণের ঘোষণা হয়েছে সেখানে নায়িকা হিসেবে দেখতে পাবো কিনা এমন প্রশ্নের জবাবে রত্না কবির দ্য রিপোর্টকে এ কথা বলেন।
প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ এর ‘ইতিহাস’ সিনেমা একসময়ের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। সেইসঙ্গে এই চলচ্চিত্রের মাধ্যমেই অভিষেক ঘটে তার ছেলে কাজী মারুফের। এমনকি এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন তিনি। অভিনেতা কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার সিক্যুয়াল আসছে বলে ঘোষণা দেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আমেরিকা থেকে নায়ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেছেন, ‘‘ইতিহাস-২’ করার কথা ভাবছি। ইনশাআল্লাহ।’
এ বিষয়ে কাজী হায়াত জানান, চলতি বছরই তার ছেলে মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ‘ইতিহাস-২’-এর দৃশ্যধারণ শুরু করবেন তিনি। তিনি বলেন, “সিনেমার গল্প লেখার কাজ শুরু করেছি। সিনেমার প্রধান চরিত্রে মারুফই থাকবে; বিশ বছর পর জেল থেকে বেরিয়ে সিনেমার গল্প শুরু হবে। বাকি চরিত্রে কে থাকবেন-তা ভাবছি।” তাছাড়াও যুক্তরাষ্ট ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।