নিষিদ্ধ হতে পারেন অভিনেত্রী চমক!

শোবিজ ডেস্ক

আগস্ট ১৯, ২০২৩, ০৮:৪২ এএম

নিষিদ্ধ হতে পারেন অভিনেত্রী চমক!

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বেশ কিছুদিন আগে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তার দাবি, এই অভিনেতা তার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছেন। তিনি তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র শুরু করেছেন। 

ঘটনার শুরু গেল ৪ আগস্ট আদিব হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের সেটে। সেখানে চমকের দেরি করে উপস্থিত হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। জানা যায়, তিনি নাকি শুটিংয়ের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকি সিনিয়র শিল্পীকে ছেড়ে কথা বলেননি। সেটে পুলিশ আসার মতো ঘটনাও ঘটেছে।

এরপর আদিব হাসান ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ করেন। অন্যদিকে চমকও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে মাথা ঘামিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতারা। সংগঠন তিনটি রোববার (১৩ আগস্ট) বিকেলে সমস্যাটির সমাধানে বসে। 

এ সময় অভিযোগকারী চমক ও নির্মাতা আদিব হাসানের অভিযোগ শোনা হয়। সেইসঙ্গে সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্য শোনেন সংগঠনের নেতারা। এরপর সোমবার (১৪ আগস্ট) অভিনয়শিল্পী সংঘ এক বার্তায় সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠায়। 

সেখানে অভিনেত্রী চমককে দোষী সাব্যস্ত করা হয়। এতে আগামী ছয় মাসের জন্য চার শর্তে অভিনয় ও ব্যক্তিগত কাজ মেনে চলার নির্দেশ দেওয়া হয়। চমক বিষয়টি মেনে দুঃখ প্রকাশ করলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৬ আগস্ট) পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সরাসরি কিছু না বললেও ইশারা ছিল ভিন্ন। অনেকটা কবিতার ছলে তিনি লেখেন, দিন শেষে সব দোষ নন্দ ঘোষের, আনন্দবাবু তো তুলসীপাতা।

এর আগে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। সেইসঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যে নাটকের সেটে ঘটনাটি ঘটেছিল এবং সে সময় যারা উপস্থিত ছিলেন ওই নাটকের সেটে তাদের সবার সামনে চমককে দুঃখ প্রকাশ করতে হবে বলে সংগঠনগুলো থেকে জানানো হয়েছে।

এদিকে বিচার সভার পর কয়েক দিন পার হলেও ডিরেক্টরস গিল্ড আগেরই সিদ্ধান্তেই অটল আছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিয়ে তারা নিজেরা বসে। মিটিং শেষে সংগঠনটির সভাপতি অনন্ত হীরা গণমাধ্যমে বলেন, আমরা আগের সিদ্ধান্তেই অটল আছি আমরা। তিন মাস নিষিদ্ধ চাই চমকের। প্রথম দিন বিচার সভার পর অভিনয় শিল্পী সংঘ যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, সব কটি সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত।

তিনি আরও বলেন, তবে আমরা বলতে চেয়েছি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রমাগতই ঘটছে, এর আগেও ঘটেছে। এ জন্য চমকের একটা প্রতীকী শাস্তি হোক। অন্তত তিন মাস নিষিদ্ধ থাকবে, কোনো পরিচালক তাকে নিয়ে কাজ করবেন না। এটি সব সংগঠনেরই সুবিধার্থে একটা বার্তা যাবে। শৃঙ্খলা তৈরি হবে। তাকে নিয়ে পরিচালকেরা কাজ করবেন কি করবেন না, সে ব্যাপারে আমরা অফিশিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি। দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাব।

 

Link copied!