দেশের ৬৪ জেলায় ‘বঙ্গমাতা’

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৩, ০৪:২২ পিএম

দেশের ৬৪ জেলায় ‘বঙ্গমাতা’

গেল আগস্টে মুক্তি পায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বঙ্গমাতা’। মুক্তির পর দর্শকমহলে বেশ প্রশংসিত হয় এটি। 

এবার সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে দেশের ৬৪ জেলায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘গণজাগরণের চলচ্চিত্র উৎসব’-এ আজ শনিবার বিকাল ৪টায় দেশের ৬৩ জেলার দর্শকরা এটি দেখতে পাবে। আর আগামীকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় এটি প্রদর্শিত হবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই সিনেমার ব্যাপ্তি ২৯ মিনিট। লেখক খোরশেদ বাহারের ‘বঙ্গমাতা: ইতিহাসের নিভৃত সৈনিক’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা।

সিনেমায় বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। বঙ্গবন্ধু চরিত্রে আছেন মনির আহমেদ। শেখ হাসিনার কিশোরীবেলার চরিত্রে আছেন লাবণ্য চৌধুরী। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন শোভন দাস, ফারজানা ছবি, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।

Link copied!