পুতুলনাট্যে অবদানের জন্য গুণীজন সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার চম্পা বেগম

শোবিজ ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ১০:০৪ পিএম

পুতুলনাট্যে অবদানের জন্য গুণীজন সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার চম্পা বেগম

শিল্পকলা একাডেমির পক্ষ থেকে চম্পা বেগমকে গুণীজন সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ঝুমুর বীণা পুতুলনাচ এর স্বত্বাধিকারী চম্পা বেগম। পুতুলনাট্যে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) পুতুলনাট্য দিবস হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক বিশেষ আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত এলাকায় শিশু-কিশোরদের বয়োঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানে সচেতনতার বার্তা প্রদানসহ পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে নানামুখী বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে ঝুমুর বীণা পুতুলনাচ।

পুতুলনাট্য দিবসকে রাঙ্গিয়ে তুলতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ ঢাকা পাপেট থিয়েটারের পরিবেশনায় দুষ্টু ‘রাখাল’ পুতুলনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পুতুলনাট্যের ওপর আলোচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পুতুলনাট্যের প্রসারে এবং সংস্কৃতির মাধ্যম হিসেবে একে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানামুখী ভূমিকা তুলে ধরেন তিনি।

Link copied!