ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান জনপ্রিয় পপ তারকা শাকিরা। এতে পেরুর লিমায় অনুষ্ঠিতব্য তার পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। খবর রোলিং স্টোন।
খবরে বলা হয়েছে, শনিবার রাতে হঠাৎ পেটের ব্যথা শুরু হয় শাকিরার। তীব্রতা বাড়লে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থতার সংবাদ জানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন পপ তারকা। পোস্টে তিনি বলেন, গত রাতে পেটের তীব্র ব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে পর্যবেক্ষণে আছি এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত মঞ্চে পারফর্ম করা বারণ।
পেরুর ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে শাকিরা বলেন, শো স্থগিত করতে হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। আমি পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। আমাদের টিম ও কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণে কাজ করছেন। শিগগিরই তা ঘোষণা করা হবে।
ভক্তদের উদ্দেশে ৪৮ বছরের এই গায়িকা বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’ শাকিরার দ্রুত সুস্থতা কামনা করে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।