হৃতিক-দীপিকার প্রথম বার

তাহির জামান প্রিয়

জানুয়ারি ১৭, ২০২৪, ০৪:৫১ পিএম

হৃতিক-দীপিকার প্রথম বার

সংগৃহীত ছবি

নিজেদের ১৫-২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম! দর্শক এই প্রথম জুটিবদ্ধ হতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন - হৃতিক রোশন।

প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা।

সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে ছবির পোস্টার ও গানের ঝলক। ট্রেলারে দীপিকা-হৃতিকের খুনসুটি দেখা যায়।

ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। দীপিকাকেও স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে মিনাল রাঠোর ওরফে মিন্নি চরিত্রে।

অনিল কাপুর অভিনয় করেছেন গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির চরিত্রে। দেশের সেরা ফাইটার পাইলটদের নিয়ে একটি টিম গঠন করা হয়। তারই ক্যাপ্টেন রকি। পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে ঢুকে পুলওয়ামার বদলা নিতে বলা হয় রকির টিমকে। ম্যাভরিকে টম ক্রুজের সানগ্লাস আর ফাইটারে হৃতিকের সানগ্লাসও একই ব্র্যান্ড ডিজাইনের।

মোটামুটি, এই সিনেমার প্রেক্ষাপট চিরায়িত ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে তৈরি। এ আর নতুন কি?

রানওয়ের উপর উলটো হয়ে উড়ছে ফাইটার প্লেন। রেসিং-এর সিনেমার টান টান চেজিং সিকোয়েন্সে গাড়ির বদলে যুদ্ধবিমান থাকলে যেমন মারকাটারি অ্যাকশন হতে পারে, তেমনটা দেখিয়ে প্রথম ঝলকেই চমকে দেবে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত ফাইটার-এর টিজার।

ওয়্যার বা পাঠান-এর পর আবার এক রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরা সিনেমা উপহার দিতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ। এমনটাই মনে হচ্ছে বহুল প্রতীক্ষিত এই টিজার দেখতে গিয়ে।

এই ট্রেইলার দেখলে মনে হবে টম ক্রুজের ম্যাভরিক দেখছেন। দর্শক কিছুক্ষণের জন্যে হলিউড মুভির আবহে ডুব দিতে পারেন। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ট্রেইলার দেখে আমাদের মনে হয়েছে এটি ম্যাভরিকের এডাপ্টেশন।

তাঁদের খুঁজতে গেলে ভালো হতে হবে, তাঁদের ধরতে গেলে দ্রুত হতে হবে, আর তাঁদের হারাতে যাওয়া… সেটা নাকি আসলে ঠাট্টা।

একের পর এক দ্রুত সরে যাওয়া ফ্রেমের মধ্যে থেকে গল্প যেটা বোঝা যায়, তার মধ্যে দেশাত্মবোধের রঙ যে ভালো মতোই চড়ানো রয়েছে, কোনো সন্দেহ নেই। তার সঙ্গে প্রেমের সিকোয়েন্সেও মজিয়ে দেবে কিছু ঝলক। স্কোয়াড্রন লিডার পাঠানিয়া আর মিনাল রাঠোরের ভূমিকায় গ্ল্যামারাস হৃতিক আর দীপিকার রসায়ন দেখে পাগল হবেনই ফ্যানরা। এনিমেলের পর সঙ্গে অনিল কাপুরও যোগ করবেন ফাইটারে এক নতুন মাত্রা।

সব নিয়ে এই ধুমধাড়াক্কা অ্যাকশন ফিল্ম কতটা কাঁপিয়ে দেবে দর্শকদের? তার জন্য অপেক্ষা ২৪ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত।

হৃতিক, দীপিকা, অনিল ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সনজিদা শেখ, তালাত আজিজ, সঞ্জীব জয়সওয়াল।

২০২৩ বাঘা বাঘা খানদের অভিনয়ে মত্ত হয়েছে। খান-কাপুরদের সাথে পাল্লা দিয়ে ২০২৪ কি তবে হৃতিক রোশন হতে যাচ্ছে? সময়ই বলে দিবে।

Link copied!