নভেম্বর ৩০, ২০২৩, ০২:০৭ পিএম
সাবেক মিস ওয়ার্ল্ড বিজয়ী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে মণিরত্নমের তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু তার। এরপর ধাপে ধাপে সফলতার চূড়ায় পৌঁছেছেন তিনি। কেবল বলিউডে নয়, হলিউডেও নিজের নাম লিখিয়েছেন। পেয়েছেন সফলতা।
এতো জনপ্রিয় অভিনেত্রী হলেও ঐশ্বরিয়া কখনো তার ভক্তদের হতাশ করেনি। সুযোগ পেলে দেখা করেন।
কিন্তু এ বিষয়ে ভিন্ন অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তিনি বললেন, সাবেক বিশ্বসুন্দরীর সাক্ষাৎ পেতে নাকি দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, অনেক বছর আগে ঐশ্বরিয়ার দেখা পাওয়ার আশায় নাকি দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি।
তার ভাষায়, ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখে আমার চোখে ধাঁধা লেগে গিয়েছিল! আমার মনে আছে, আমি তার দেখা পাওয়ার জন্য যা করেছিলাম, তা আর কোনোদিন করিনি।
তখন আমি মোহিত সুরির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ‘রাজ’ সিনেমাতে কাজ করছিলাম।
তার আগে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমাতে ঐশ্বরিয়াকে দেখেছিলাম, আর তখনই আমার ঘুম উড়ে গিয়েছিল। আমি শুধু একবার তার দেখা পেতে চেয়েছিলাম।
সেজন্য দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলাম তার ভ্যানের বাইরে। আমি কখনো কারও জন্য এমন কাজ করিনি!