গাছতলায় কার্তিকের চান্দু চাম্পিয়ন হেয়ারকাট

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১২:০২ এএম

গাছতলায় কার্তিকের চান্দু চাম্পিয়ন হেয়ারকাট

সংগৃহীত ছবি

নতুন প্রজন্মের বড় তারকা কার্তিক আরিয়ান। গত বছর তাঁর নামের সাথে জুড়ে গিয়েছে ‘সুপারস্টার’ তকমা। কিন্তু কার্তিক আরিয়ানের অভিধানে ‘বিশ্রাম’ শব্দটি রয়েছে অনুপস্থিত। একটার পর একটা ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। উড়ে যেতে হচ্ছে এক শহর থেকে অন্য শহর। তাই সময়ের টান পড়েছে অভিনেতার।

বরাবরই মাটির কাছকাছি থাকতে পছন্দ করেন অভিনেতা। যদিও তারকা মানেই সব সময়ই সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। তাঁদের জীবনযাপনের ধরণ সবটাই যেন সকলের তুলনায় আলাদা। তবে সেখানেই কি আলাদা কার্তিক, অন্য পথে হাঁটছেন এই তরুণ তারকা। সম্প্রতি গাছতলায় বসে চুল কাটলেন অভিনেতা, খরচের অঙ্কটাও জানালেন তাঁর অনুরাগীদের।

এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামা ‘চন্দু চ্যাম্পিয়ান’এর শুটিংয়ে। পাহাড়ি এলাকায় চলছে শুটিং। হঠাৎই চুলের ছাঁটের প্রয়োজন পড়লে তিনি কোনও বড় সেলুন নয়, নায়ক বেছে নিলেন তাঁর ছোটবেলার অভ্যাস।

কার্তিক নিজের সামাজিকমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা  যাচ্ছে, গাছের নীচে একটি চেয়ারে বসে আছেন তিনি। গায়ে জড়ানো রয়েছে সাদা কাপড়। আর সেখানে বসেই চলছে তাঁর চুল কাটা। একটা বোর্ডও চোখে পড়ল যেখানে কোন কাটের কত খরচ সেটাও লেখা আছে। নায়কের চুল কাটার খরচ পড়েছে  মাত্র ৩ টাকা। ছবির ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘চান্দু চাম্পিয়ন হেয়ারকাট’।

সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ও পরবর্তী কালে প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়ী ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের জীবনাবলম্বনে তৈরি হতে চলেছে কবীর খানের ‘চন্দু চ্যাম্পিয়ন’। ১৯৬০ সালে কমনওয়েলথ গেমস ও ১৯৭২ সালে জার্মানিতে প্যারালিম্পিকের সোনা জেতেন মুরলীকান্ত পেটকর। তাঁরই জীবনাবলম্বনে তৈরি হচ্ছে ‘চন্দু চ্যাম্পিয়ন’। এই ছবি তৈরির কথা শুরু হওয়ার পরে সেই ছবিতে প্রথম কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ২০১৬ সালে এই বায়োপিকে কাজ করা নিয়ে কথাও বলেছিলেন সুশান্ত। তবে শেষ পর্যন্ত ওই ছবিতে আর কাজ করা হয়ে ওঠেনি তাঁর। এ বার সেই গুরু দায়িত্ব কার্তিকের কাঁধে।

Link copied!