বয়স কত হলো? এই প্রশ্ন মেয়েদের কখনই করতে নেই। ছেলেদের বেলায় অবশ্য এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তারপরও শাহরুখ খানকে এ প্রশ্ন করা যাবে না। যাবে না এ কারণেই, তাঁর বয়স এখনও ত্রিশের নিচে।
রহস্যময়ভাবেই ধরে রেখেছেন তারুণ্য, তাও আবার সেই নব্বইর দশক থেকে। তাই কাগজ-কলমের হিসাবে বয়স ঊনষাট পূর্ণ হলেও নন্দিত এ অভিনেতাকে চিরতরুণ বলেই স্বীকার করতে হবে।
বিদেশি সংবাদমাধ্যমের জরিপ থেকে জানা যায়, ‘কিং খান’, ‘বলিউড বাদশাহ’, ‘কিং অব রোমান্স’ খেতাবে ভূষিত শাহরুখের ভক্ত-অনুরাগীর সংখ্যা চারশ বিশ কোটিরও বেশি! যাদের একটি অংশ ভোর রাত থেকেই ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখের বাসভবন মান্নাতের সামনে। প্রিয় অভিনেতাকে এক পলক দেখা, শুভেচ্ছা আর শুভ কামনা জানানো– এটুকু তাদের চাওয়া।
অতীতেও শাহরুখ নিজে ভক্তদের নিরাশ করেননি। সকাল হতেই ছুটে গেছেন মান্নাতের ব্যালকনিতে। সেখানে দাঁড়িয়ে হাওয়ায় ছুড়ে দিয়েছেন ভালোবাসার চুম্বন।সেই এক উড়ন্ত চুম্বন ও এক পলক দেখা পাবার আশাই ভক্তদের প্রতিবার নিয়ে যায় মান্নাতে।
এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মান্নাতে বড় এক পার্টির আয়োজন করেছেন শাহরুখ। কারণ, জন্মদিনের আগ মুহূর্তে চলে এসেছে দিওয়ালি। তাই দুই উৎসব উপলক্ষে ঝলমলে আলোয় সাজিয়ে তোলা হয়েছে অভিনেতার বাসভবন। আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড সতীর্থদের। সে তালিকায় রয়েছেন করণ জোহর, কাজল, অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, রণবীর কাপুরসহ অনেকে।