ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ১৭তম কেন্দ্রীয় নাট্যোৎসব। এ বছর নাট্যজন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত নাট্যকার,অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা।এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মামুনুর রশীদ তার বক্তব্যে বলেন, ‘নাটক একটি অনেক বড় একাডেমিক বিষয়ে এসে দাঁড়িয়েছে। আর এর সাথে তাল মিলিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও’।
এই নাট্যব্যক্তিত্ব দুঃখপ্রকাশ করে বলে, আমাদের দেশ এখনো নাটকের ক্রিটিক তৈরি করাতে পিছিয়ে। এ বিষয়ে তিনি আশাপ্রকাশ করেছেন সামনের দিনগুলোতে এ বিষয়ে উদ্যোগ নিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।সম্মাননা পেয়ে তিনি উচ্ছাস এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘বহুত্ববাদী সংস্কৃতির ধারার সাথে জড়িত রা দেশে একটি সম্প্রীতির সমাজ বিনির্মানে সহযোগিতা রাখবেন।’
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘ডাকঘর’ মঞ্চায়িত হয়।এ নাট্যোৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত।