এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘হাসিনা : এ ডটারস টেল’

শোবিজ ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ১২:০৮ এএম

এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘হাসিনা : এ ডটারস টেল’

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুর কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ এবার মুক্তি পাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। 

সোমবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৫ আগস্ট রাত ৮টায় মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটারস টেল’।

শেখ হাসিনা দেশনায়কের পরিচয় ছাপিয়ে একজন সাধারণ নারী থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার পুরো জীবন যেন এক রূপকথার গল্প।

এটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস যৌথভাবে। প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। নির্মাণ করছেন অ্যাপল বক্স ফিল্মসের নির্মাতা পিপলু আর খান।

Link copied!