বিতর্ক আর সমালোচনা যেনো পিছু ছাড়ছে না সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। আবারও খবরের শিরোনামে হয়েছেন। ওপার বাংলার একটি টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে প্রথমে নজরে আসেন বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল।
শুধু ওই শোয়ের বদৌলতেই বেশ কয়েকজন গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালকের সঙ্গে বেশ কয়েকটি কাজের সুযোগ পান তিনি। তবে জনপ্রিয়তা যেমন পেয়েছেন, তেমনি বিতর্কও দানা বেঁধেছে তাকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ভিডিও শেয়ার করে আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এই গায়ক। নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়। নোবেলের ফেসবুক স্টোরিতে দেখা যায়, একজন পুরুষের ছবি দেখে নিজের শরীরের স্পর্শকাতর স্থানে হাত বুলাচ্ছেন এক নারী। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এছাড়া অশালীন ছবিও পোস্ট অরা হয়েছে পেজটি থেকে।
শেয়ার করা ওই ভিডিয়োতে এক ব্যক্তি মন্তব্যে লেখেন, ‘এই লোক আর ভালো হবে না।’ অন্য আরেকজন লিখেছেন, ‘অনেকদিন যাবৎ শিরোনামে নাই, ওয়েলকাম ব্যাক।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘স্টোরি দেখে তাড়াতাড়ি ব্লক দিতে গেলাম, ওমা আইডি দেখি ‘Noble Man’। আমিতো পুরো অবাক। আর ভেতরে ঢুকে দেখি এই কাণ্ড’।
এ ঘটনায় প্রথম প্রথম অনেকেই ধরে নেন কাণ্ডটি নোবেলের। ফলে কটাক্ষে মেতে ওঠেন নেটাগরিকরা। তারপরই সংবাদমাধ্যমকে নোবেল জানালেন হ্যাকারদের কবলে পড়েছেন তিনি।নোবেলের দাবি, এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার ফ্যানপেজটি হ্যাক করে অশালীন ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।সবশেষ এনিয়ে মুখ খুলেছেন তিনি।
গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে নোবেল বলেন, “আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব “
নোবেল আরও বলেন, “আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এ জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে।”
এদিকে, নোবেলের ভক্তদের একাংশের দাবি তাঁর এই অফিসিয়াল পেজ হ্যাক করে এসব অশ্লীল জিনিস পোস্ট করা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন না, নোবেল নিজেই এসব সজ্ঞানে পোস্ট করেছেন।
তবে এটাই প্রথম নয়, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাইতে ওঠেন মইনুল আহসান নোবেল। তারপর মঞ্চে দাঁড়িয়ে খারাপ ইঙ্গিত করতে থাকেন। তখন তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয় মঞ্চ থেকে। অভিযোগ করতে বাদ যাননি গায়কের স্ত্রীও