কাঠগড়ায় পপ তারকা শাকিরা!

শোবিজ ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ০১:৪৭ পিএম

কাঠগড়ায় পপ তারকা শাকিরা!

স্পেনে কর ফাঁকির মামলায় জড়িয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিচার এড়াতে চেয়েও পারলেন না। শেষ পর্যন্ত কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে তাঁকে। 

শাকিরার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনে বসবাস করার সময় আয়কর বাবদ ১৪.৫ মিলিয়ন ইউরো তিনি ফাঁকি দিয়েছেন। এ অভিযোগে সোমবার বার্সেলোনার আদালতে শুনানির মুখোমুখি হতে হয় শাকিরাকে।

মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলার শুনানি চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ১২টি শুনানিতে শাকিরাকে জেরা করা হতে পারে। 

বিচারক হোসে ম্যানুয়েল দেল আমো সানচেজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল শাকিরার কর ফাঁকির মামলা শুনবেন। মামলা চলাকালে ১০০ জনের বেশি সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। 

অন্যদিকে শাকিরা দাবি করে আসছেন, তাঁর বিরুদ্ধে কর ফাঁকির এ মামলা দায়ের হওয়ার আগে তাঁর কাছে কর অফিসের যা পাওনা ছিল, তা তিনি পরিশোধ করেছিলেন।

Link copied!