বিজয়ের মাসে মুক্তি পেয়েছে নির্মাতা খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। সিনেমাটি খিজির হায়াতের দীর্ঘ পরিশ্রমের ফল। ইতিমধ্যে দর্শক-সমালোচকদের কাছে ছবিটি ব্যাপক প্রশংসিতও হয়েছে।
তবে অনলাইনে মুক্তির ক্ষেত্রে নানান জটিলতায় অভিমান নিয়েই নির্মাতা জানান তিনি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ছবিটি বিনামূল্যে অবমুক্ত করবেন। আগামী ৭ ডিসেম্বর ছবিটি ইউটিউবে অবমুক্ত করার কথা ছিল।
এ প্রসঙ্গে নির্মাতা-অভিনেতা খিজির হায়াত খান বলেন,‘আমি অনেক অভিমান ও আক্ষেপ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ এই ছবিটি আমার দেশমাতৃকার প্রতি দায় থেকে করা। কিন্তু আফসোসের বিষয় হলো মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণের পরও আমি দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট পাইনি।
আমরা এত বড় বড় কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের একটি মানসম্পন্ন ছবি নিয়ে এরকম অবহেলা সত্যিই আমাকে অবাক করেছে। কেউ কেউ পুরো ছবির স্বত্ব চেয়ে এমন একটা অ্যামাউন্ট বলেছে, যেই অর্থ আমার গোটা মুভির খাবার খরচেরও কম! সেকারণেই আমি অভিমান থেকে এ কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে অবমুক্ত করবো।’
এদিকে জানা গেল, ‘ওরা ৭ জন’ ছবিটি সারাবিশ্বের অনলাইন প্ল্যাটফর্মে রিলিজের জন্য একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। তাই আপাতত ৭ ডিসেম্বরে বিনামূল্যে ইউটিউবে রিলিজটি স্থগিত করতে চান নির্মাতা।