প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে রাফসান!

শোবিজ ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ০২:৪৯ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে রাফসান!

বাংলাদেশের ফুড ভ্লগারদের মধ্য বেশ জনপ্রিয় রাফসান। এবার জনপ্রিয় ফুড ভ্লগার ইফতেখার রাফসান দুটি ছবি শেয়ার করা হয়েছে ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ওই পোস্টে বলা হয়েছে, দ্য ছোটভাই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন। ওই পোস্টটিই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রাফসান। সেখানে তিনি দাবি করেছেন, প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে স্থান পেয়েছেন। 

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাফসান দ্য ছোটভাই ফেসবুক পোস্টে বলেন, আমি কী স্বপ্ন দেখছি? ইউটিউব তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আমাকে নিয়ে পোস্ট করেছে! ইউটিউবের অফিসিয়াল ফিডে প্রথম বাংলাদেশি! আলহামদুলিল্লাহ। যখন আমি ভিডিও বানানো শুরু করি, তখন থেকেই আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম এবং এই পর্যায়ের স্বীকৃতি পেতে চেয়েছি! ছবির ক্যাপশনটিই আমার লক্ষ্য।

রাফসান আরও লেখেন, একজন ছোট মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের জনপ্রিয় ফুড ভ্লগার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোটভাই নামেই পরিচিত। ফুড ভ্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল ভ্লগিং, মডেলিংয়েও এখন পরিচিত রাফসান। ২০১৪ সালে ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন তিনি।

Link copied!