তাহসান-মিথিলা একসঙ্গে ওয়েব সিরিজে

শোবিজ ডেস্ক

মে ২২, ২০২৪, ১২:৫১ পিএম

তাহসান-মিথিলা একসঙ্গে ওয়েব সিরিজে

ছবি: সংগৃহীত

অভিনয় ও সংগীত দুই দিক দিয়েই দর্শকদের মন কেড়েছেন তাহসান খান। তবে, ২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেন এ অভিনেতা। এবার নাটক নয় বরং ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন তাহসান।

এ বিষয়ে তাহসান খান বলেন, “অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনও ওয়েব সিরিজে অভিনয় করলাম।”

আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। ওয়েব সিরিজের সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

সিরিজের নির্মাতা আরিফুর রহমান বলেন, “বাজির গল্প ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে। এই প্রথম বাংলা কোনও ওয়েব কনটেন্টে ক্রিকেট নিয়ে গল্প উঠে আসবে। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। দর্শকরা পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন।  সাত পর্বের এই সিরিজ ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।”

২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন তাহসান-মিথিলা।একসঙ্গে অভিনয়ও করেছেন অনেক নাটকে। তবে বিয়ের ১১ বছর পর ২০১৭ সালের মে মাসে  বিচ্ছেদ হয় এই জুটির। তারপর আর তাদের একসঙ্গে কোনও নাটকে দেখা যায়নি।

Link copied!