আজ বঙ্গবন্ধুকে নিয়ে টেলিছবি

শোবিজ ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ০৫:৩৪ পিএম

আজ বঙ্গবন্ধুকে নিয়ে টেলিছবি

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মে-গুণে ছিলেন অনন্য এবং অসাধারন। ঘাতকের বুলেট বঙ্গবন্ধুকে থামিয়ে দিলেও তার আদর্শ, নৈতিকতা ও সততা এখনো যুগে যুগে আলোকিত করে অসংখ্য মানব সন্তানকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘আবার আসিব ফিরে’।

টেলিছবিটি নির্মাণ করা হয়েছে ৮০’র দশকের প্রেক্ষাপটে। যখন পাকিস্তানের দোসর রাজাকার, স্বৈরাচার সরকার বাংলাদেশকে শাসন করে চলেছে।

গল্পে প্রধান চরিত্র মহিবুল মাস্টার, যিনি নীতির প্রসঙ্গে বঙ্গবন্ধুকে তার জীবনের পাথেয় মনে করেন। তার ব্যক্তি জীবনেও বঙ্গবন্ধুর ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

ড. মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ‘আবার আসিব ফিরে’ রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ডলি জহুর, আশনা হাবিব ভাবনা, তৌফিকুল ইসলাম ইমন, শাহরিয়ার ফেরদৌস সজীব, ফারুক আহমেদ, শুভাশিস ভৌমিক, আলী মোর্তাজা পলাশ ও প্রণব ঘোষ।

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৯টায় প্রচার হবে ‘আবার আসিব ফিরে’। 

Link copied!