বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি!

শোবিজ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৩, ০৭:১৭ পিএম

বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি!

এশিয়ার  সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসব।  উৎসবের ২৮ তম  এই আয়োজনের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী, দ্য রেসলার’ও  বিপ্লব সরকারের ‘আগন্তুক’। 

বুসান চলচ্চিত্র উৎসবের ২৮ বছরেরর ইতিহাসে এবারই প্রথম মুল প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে দুটি ছবি নিয়ে  আলোচনার পুরোভাগে বাংলাদেশ। বুসানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটিকে বলা হয়েছে বাংলাদেশের সিনেমা ইতিহাসের এক ‍‍`অবিস্মরণীয় মুহুর্ত‍‍` বা  মোমেন্টাম হিসেবে। 

এর আগে বুসানের মুল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করা বাংলাদেশের একমাত্র ছবি ছিল -জালালের গল্প এবার মুল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে জাপান, ভারত ও থাইল্যান্ডের ছবি। 

দক্ষিন কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই উৎসব।  আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। 
 

Link copied!