গ্রেপ্তার হলেন উরফি জাভেদ!

শোবিজ ডেস্ক

নভেম্বর ৩, ২০২৩, ০৩:৪৬ পিএম

গ্রেপ্তার হলেন উরফি জাভেদ!

প্রায়ই খবরের শিরোনাম হন অভিনেত্রী উরফি জাভেদ। অর্ধনগ্ন ছবিও প্রকাশ করেন বারবার। এ নিয়ে শত সমালোচনা হলেও কর্নপাত করেন না তিনি। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন উরফি। 

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে উরফির। যেখানে দেখা যায় একটি কফি শপে বসেছিলেন উরফি। 

হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নারী পুলিশ উরফিকে দোকানের বাইরে ডেকে পাঠান। এরপর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন।

কেন তাকে থানায় যেতে বলা হচ্ছে উরফির এমন প্রশ্নের জবাবে পুলিশ বলেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে? এরপর পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাগবিতণ্ডা চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায় ওই দুই নারী পুলিশকে।

Link copied!