অন্তঃ ‍সত্ত্বা অবস্থার অনুভূতি জানালেন কাজল আগারওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৬:০০ পিএম

অন্তঃ ‍সত্ত্বা অবস্থার অনুভূতি জানালেন কাজল আগারওয়াল

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিজ্ঞতা কেমন কাজলের? সেই নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। ছেলের জন্মের পরই কীভাবে জীবনে পরিবর্তন এসেছে, তা-ও জানালেন সোশ্যাল মিডিয়ায়। মা হলেন ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। গত ১৯ এপ্রিল পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কাজল ও তার স্বামী গৌতম কিচলুর কোল আলো করে এসেছে পরিবারে নতুন সদস্য। ভালোবেসে ছেলের নাম রেখেছেন নীল।

এদিকে, চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। অনুরাগীদের প্রায়ই নিজের গর্ভাবস্থা নিয়ে আপডেট দিতেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

এবার জানালেন অন্তঃসত্ত্বাকালীন অভিজ্ঞতা। ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটের ছবিও শেয়ার করেন তিনি। সেখানেই পুত্র নীলের জন্য লিখেছেন একটি দীর্ঘ পোস্ট। একরত্তি নীলকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য তিনি কতটা উচ্ছ্বসিত তা জানিয়েছেন। স্মরণীয়, অপ্রতিরোধ্য, দীর্ঘ এবং সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতার কথাও লিখেছেন। অভিনেত্রীর মতে, জন্মের পরপরই নীলকে তার বুকে আগলে রাখা সবথেকে 'অবর্ণনীয় অনুভূতি'। ছেলের জন্মের পরই কীভাবে কাজলের জীবনে পরিবর্তন এসেছে, সে বিষয়েও লিখেছেন অভিনেত্রী। আর নোটের শেষে প্রসবোত্তর অভিজ্ঞতা সম্পর্কে লিখতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘তবে এটিও এরকম মুহূর্ত–সকালে-বিকেলে মিষ্টি আলিঙ্গন, আত্মবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা, ছোট্ট চুম্বন, দুজনের মধ্যে শান্ত মুহূর্ত, বেড়ে উঠছি, শিখছি, আবিষ্কার করছি এবং একই সঙ্গে এই চমৎকার যাত্রায় আসলে প্রসবোত্তর গ্ল্যামারাস নয়, তবে এটি অবশ্যই সুন্দর।’

শিগগিরই কাজলকে চিরঞ্জীবী এবং রাম চরণ অভিনীত 'আচার্য' সিনেমায় দেখা যাবে। ২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। আপাতত নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন কাজল ও গৌতম।

Link copied!