ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতাল বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠে ঘাটে চায়ের কাপে মূল আকর্ষণ এখন কাতার বিশ্বকাপ।সেই তালিকায় আছে শোবিজের তারকারাও।বিভিন্ন সময়ে ফেইসবুকে পোস্ট করে সমর্থন যানাচ্ছে প্রিয় দলকে।
বাংলাদেশের সময় আজ রাত ৯ টায় ব্রাজিলের সাথে মাঠে নামবে ক্রোয়েশিয়া। রাত ১ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
এদিন রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে একটি বেসরকারি চ্যানেলের ধারাবাহিক নাটকের শুটিং করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। ফিফা বিশ্বকাপ ২০২২ এ কোন দল সমর্থন করেন জানতে চাইলে তিনি বলেন, 'সবাই যেই দলগুলো নিয়ে বাকবিতন্ডা করে আমি সেই দুই দলের একটাও সমর্থন করিনা। আমার পছন্দের ফুটবল দল ফ্রান্স। ১৯৯৭ সাল থেকে আমি এই দল পছন্দ করি। কিংবদন্তি একজন খেলোয়াড়ের নাম যদি বলি তাহলে জেনেদিন জিদান আমার খুব প্রিয়। বর্তমান ফ্রান্সের ফুটবলার গ্রিস ম্যানকে পছন্দ করি। ফ্রান্সের বাইরের খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, এমবাপ্পে, নেইমার জুনিয়র নিঃসন্দেহে পছন্দের তালিকায় থাকবে।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে আলভী বলেন, 'এখন আমি দুইটা ধারাবাহিক নাটকের কাজ করছি। সঞ্জীত সরকার পরিচালিত 'টিচার এন্ড জ্যান্টেলম্যান' বর্তমানে চলছে আরটিভিতে। আজ নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করলাম। পরিচালনা করছেন মাইদুল রাকিব। ধারাবাহিকের নাম 'কমিটি চাই'। এছাড়াও একক নাটকের শুটিং তো চলছেই প্রতিনিয়ত।
উল্লেখ্য, যাহের আলভী ২০১২ সালে রিয়েলিটি শো'র মাধ্যেম শোবিজে পা রাখেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল, মিউজিক ভিডিও, একক ও ধারাবাহিক নাটকে কাজ করে চলছেন।