রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় কারাগারে আটক চিত্রনায়িকা পরীমনিকে আরও পাঁচ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) অদালতে যে আবেদন করেছে তার শুনানি বৃহস্পতিবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে চিত্রনায়িকা পরীমনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৮ আগস্ট) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে আরও ৫ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালত রিমান্ডের বিষয়ে আজ (১৯ আগস্ট) শুনানির দিন ধার্য করেন। এর আগে, এর আগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের বিষয়ে শুনানির জন্য আজ (১৮ আগস্ট) দিন ধার্য করেছিলেন আদালত।
গত ১৬ আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মুজিবুর রহমান জামিন আবেদন করেছিলেন।ওই সময় আদালত জামিন শুনানির দিন ১৮ আগস্ট ধার্য করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে র্যাব বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।