আদিপুরুষ থেকে বাদ দেয়া হচ্ছে সাইফের দাড়ি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২২, ০২:২৫ পিএম

আদিপুরুষ থেকে বাদ দেয়া হচ্ছে সাইফের দাড়ি

ভিএফএক্স নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে প্রভাস-কীর্তি-সাইফের ‘আদিপুরুষ’। সমালোচনার জেরে পিছিয়ে যায় ‘আদিপুরুষ’ মুক্তির তারিখ। আরও সময় নিয়ে ছবিটাকে দর্শকের সামনে নিয়ে আসতে চাইছেন বলে জানান নির্মাতারা। সময় নিয়ে কি করতে যাচ্ছেন সেটি নিয়ে সামনে এলো অদ্ভুত তথ্য!

ছবির টিজারে দেখা যায় রাবণ চরিত্রে সাইফ আলি খানকে। মুখভর্তি দাড়ি, ছোট চুল ও কাজলভরা নীল চোখের এই মূর্তিকে খুব একটা ভালোভাবে নিতে পারেনি সিনেপ্রেমিরা। বাধ্য হয়ে ‘ছোটে নবাব’ রাবণের যে লুক দেখিয়েছেন সেটাতে পরিবর্তন আনতে যাচ্ছেন নির্মাতারা। জানা গেছে, ভিএফএক্সের মাধ্যমে পুরো ছবিতে বাদ দেয়া হবে রাবণ মানে সাইফের দাড়ি। 

ছবি নিয়ে বেশ আশাবাদী হলেও সব ভুলত্রুটি শুধরে নিতে ও নতুন করে ভিএফএক্সের কাজ করতে গিয়ে পোস্ট প্রোডাকশনে ব্যয়ে আরও ৩০ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। সাইফসহ আরও কিছু চরিত্রকে নতুন রূপে তৈরির চিন্তা করেছেন নির্মাতারা।

ছবির পরিচালক ওম রাউত একটি বিবৃতিতে লেখেন, ‘আদিপুরুষ শুধুই একটা ছবি নয়, বরং প্রভু শ্রীরাম এবং আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল প্রতিফলন। তাই দর্শককে বড় পর্দায় একটা সামগ্রিক ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই ছবিটার পিছনে আরও সময় দিতে হবে।’ 

‘রামায়ণ’-এর ওপর নির্ভর করে নির্মিত ছবিটির টিজার দেখে দর্শক মহলে সমালোচনার ঝড় উঠে। ভারতীয় ইতিহাসের বৈগ্রহিক চরিত্রদের রূপায়ণ ঠিকমতো করা হয়নি বলে মন্তব্য করে সবাই। এখন সংশোধন, পরিমার্জন, সংযোজনের পর নতুন রূপে ‘আদিপুরুষ’ সবার মন জয় করতে পারে কি না সেটিই এখন দেখার বিষয়।

রবিবার (২ অক্টোবর) বিখ্যাত অযোধ্যা শহরে বিশাল আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয় সিনেমাটির টিজার। 

মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে ‘রামচন্দ্র’র ভূমিকায় দক্ষিণী সুপারস্টার প্রভাস, ‘সীতা’ চরিত্রে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন এবং ‘রাবণের’ চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সাইফ আলি খান। যদিও সিনেমায় রামের নাম রাঘব, সীতার নাম জানাকি ও রাবণের নাম দেওয়া হয়েছে লংকেশ।

ভিএফএক্স নিয়ে অনেকে বলেছেন, দেখে মনে হচ্ছে কম বাজেটের টিভি ড্রামা। তবে অনেকে আশাবাদী হয়ে বলছেন, সিনেমা দেখলেই বোঝা যাবে প্রকৃত কাজ কেমন হয়েছে।

ভারতের জনপ্রিয় সিনে সমালোচক দিকশা শর্মা কটাক্ষ করে বলেছেন, ‘ডিকশনারিতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট (হতাশা) শব্দের যতগুলো অর্থ আছে, সব মুছে ফেলা হোক; পরিবর্তে শুধু ‘আদিপুরুষ’ নামটি বসিয়ে দেওয়া হোক। জানতে ইচ্ছে করছে, এই কার্টুন বানাতে ৫০০ কোটি কোথায় খরচ হয়ে গেলো!’ 

এই সিনেমা প্রসঙ্গে প্রভাস বলেছেন, ‘প্রত্যেকটা চরিত্রই নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসে। কিন্তু এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পারা খুবই গর্বের। একই সঙ্গে অনেক দায়িত্বও এসে পড়ে। আশা করছি, আমাদের দেশের তরুণ প্রজন্মের এই সিনেমা ভালো লাগবে।’

টি-সিরিজের প্রযোজনায় হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালাম এবং কন্নড় ভাষায় তিন ভাগে মুক্তি দেয়া হবে আদিপুরুষ। ২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে ২০২৩ সালের জুন মাসে এটির প্রথম অংশ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। 

Link copied!