মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। যেই সিস্টেমের কোণায় কোণায় ভূত, আর সেই ভূতদের সাথে পাল্লা দিতে হলে নিজেকেও ভূত হতে হয়।- এমন নির্মম বাস্তবতার বার্তা নিয়েই ফিরছেন ওসি হারুন।
আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘মহানগর’ ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন ‘মহানগর ২’। ২০২১ সালে দুই বাংলার দর্শকদের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত সিরিজ ছিল ‘মহানগর’। মহানগরের রাস্তায় ফুটপাতে, অলিতে-গলিতে থাকা শত-শত গল্প সূক্ষ্মভাবে তুলে ধরেছিলেন পরিচালক আশফাক নিপুণ। ঢাকা মহানগরের সেই শাসকের গল্প, শোষিতের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সাথে পেরে না ওঠার গল্প নিয়ে আবারও ফিরছেন তিনি।
‘মহানগর’-এ কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করা মোশাররফ করিম এবার টিজারেই করেছেন বাজিমাত। টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুটি কথা মনে রাখতে বলেছেন- এক. নামটা হচ্ছে হারুন আর দুই. হারুন এত সহজে হারে না।
এই সিরিজ নিয়ে যে কথা না বললেই নয় তা হলো, মোশাররফ করিমের মতো তুখোড় অভিনেতাকে মানুষ প্রায় হারাতে বসেছিল কমেডি চিত্রনাট্যের চাপে, তাকেই যেন পুনর্জীবন দিলো এই ‘মহানগর’ কাজটি।
শনিবার বিকেলে উন্মুক্ত হয় সিরিজটির দ্বিতীয় সিজন ‘মহানগর ২’-এর টিজার। সেই সাথে জানা যায়, আসছে ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।
আট পর্বের এ সিরিজের প্রথম সিজনে জাকিয়া বারী মম, মোস্তাফিজুর নূর ইমরান, খায়রুল বাসার, শ্যামল মওলা, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে অভিনয় করেছেন। তবে এই সিজনে ওসি হারুনের সঙ্গে নতুন-পুরনো মিলিয়ে আর কারা অভিনয় করছেন, সেটি এখনও প্রকাশ করেননি নিপুণ কিংবা হইচই কর্তৃপক্ষ।