‘বেস্ট অরিজিনাল সং’ খেতাব জিতে এসএস রাজমৌলির আরআরআর-এর গান 'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) ২০০৯ সালের পর আবারও গোল্ডেন গ্লোব নিয়ে এলো ভারতে। গানটি মুক্তির পরপরই মিউজিক কম্পোজিশন এবং কোরিওগ্রাফির জন্য বেশ জনপ্রিয়তা পায়। এবার ভক্তদের ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক মাধ্যমেরও মন জয় করলো গানটি।
তেলেগু ভাষার নির্মিত দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘আরআরআর’ ছবির 'নাটু নাটু' গানটির কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়করা অর্থাৎ কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ সেরা মৌলিক গানের পুরস্কারটি পান।

টেইলর সুইফটের 'ক্যারোলিনা', টপ গান: ম্যাভারিক ছবিতে লেডি গাগার গাওয়া 'হোল্ড মাই হ্যান্ড', ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারে রিয়ানার গাওয়া 'লিফট মি আপ' গানগুলোর সাথে লড়াই করে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরির সেরা গান হিসেবে নির্বাচিত হয় 'নাটু নাটু'।
৮০তম গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা অ-ইংরেজি ছবি বিভাগেও মনোনীত হয়েছিল আরআরআর।

এর আগে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে। শুধু তাই নয়, অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। আর বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে।
এই ছবির জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের খেতাব অর্জন করেছেন রাজামৌলি।

প্রাক-স্বাধীনতা সময়ের (১৯২০ এর দশক) দুই ভারতীয় বিদ্রোহীর ওপর ভিত্তি করে বানানো ঐতিহাসিক-কল্পকাহিনী (হিস্টোরিকাল-ফ্যান্টাসি) আরআরআর। ছবিটিতে ভারতীয় বিদ্রোহী আল্লুরী সীতারামা রাজুর চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ এবং বিদ্রোহী কোমারাম ভীমের চরিত্রে ছিলেন এন. টি. রামা রাও জুনিয়র।

নেটফ্লিক্সে হিন্দি ভার্সনে মুক্তি পাওয়ার পর থেকে আরআরআর এর দর্শকসংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে এটি।
এক দশকেরও আগে স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবির জন্য গোল্ডেন গ্লোব পায় ভারত। সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার পেয়েছিলেন এ আর রহমান। এর আগে ১৯৫৭ সালে ভি শান্তারামের 'দো আঁখে বারা হাত' ছবি প্রথম এই পুরস্কার পায়।
‘নাটু নাটু’ গানটি দেখুন-