গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হুয়ামূন কবির নিরব ওরফে আরজে নিরব। শুক্রবার (৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক।
নিরব ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হিসেবে ছিলেন। এর আগেই প্রতিষ্ঠানটির সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে হাফিজ আল ফারুক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরবকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।