ঈদ নাটকের শীর্ষে “হাঙ্গর”

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ১১:১২ পিএম

ঈদ নাটকের শীর্ষে “হাঙ্গর”

ঈদে জমজমাট থাকে ছোট পর্দার আয়োজন গুলো। এবারের ঈদে বিভিন্ন মাধ্যমে প্রায় ৫ শতাধিক নাটক প্রচার হয়েছে। সেগুলোর মধ্যে বেশ কয়েকটি নাটক আলোচনায় এসেছে। এর মধ্যে কোন নাটকগুলো দর্শক বেশি দেখছেন, ট্রেন্ডিংয়েই–বা আছে কোন কোন নাটক। ট্রেন্ডিং মূলত ইউটিউবের দর্শকের আগ্রহের ভিত্তিতে হয়ে থাকে। নির্দিষ্ট সময়ে ইউটিউবে প্রচারিত কনটেন্টের দেখা এবং খোঁজার হারের ওপর ভিত্তি করে ট্রেন্ডিং করা হয়ে থাকে। ট্রেন্ডিং দেখে বোঝা যায়, কোন ধরনের নাটকে দর্শকের আগ্রহ। আর এই আগ্রহের ভিত্তিতেই ইউটিউবে স্থান করে নেয় বিভিন্ন নাটক।

আজকের আয়োজন এবারের ঈদে এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ে থাকা নাটকগুলো নিয়ে। শনিবার বিকেল ৫ টা পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিং অনুসারে এবারের ঈদের নাটকের মধ্যে ১ নম্বরে আছে মাহমুদ মাহিন পরিচালিত মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি অভিনীত “হাঙ্গর” নাটকটি। নাটকটি এরই মধ্যে ২০ লাখের ও বেশি ভিউ হয়েছে। নাটকটি অ্যাকশন, রোমান্স ও থ্রিলারের পাশাপাশি চ্যানেল আইয়ের দুই শিল্পী পড়শীর কণ্ঠে রোমান্টিক এবং কোনালের কণ্ঠে আইটেম গান দুর্দান্তভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটির কমেন্ট বক্সে অনেকেই বলছেন নাটকটি সিনেমার ধাঁচে তৈরি করা হয়েছে। নাটকটি মূলত কক্সবাজারের জেলে পল্লীর জীবন ও স্থানীয় প্রভাবশালী দ্বারা জেলেদের শোষণ, কিছুদিন পর পর জেলেরা সাগরে গেলে উধাও হয়ে যাওয়া গল্পগুলোই ভিন্নমাত্রা যোগ করেছে।

ট্রেন্ডিংয়ে থাকা ২য় শীর্ষ নাটকটি হচ্ছে 'তুই আমার না তো কারো না'। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটকটিতে মুশফিক আর ফারহান এবং আন্নি ম্যাকানিয়াদ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে ভিউ হয়েছে ১৬ লাখের বেশি। নাটকটির গল্প কাহিনিতে রয়েছে একটি মার্সিডিজ গাড়ি ছিনতাইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে। যেখানে মুশফিক ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে। গাড়িটি প্রথম পছন্দ করে আসে মুশফিক। কিন্তু গাড়িটি কিনে নেয় নায়িকা আন্নি। এরপর মুশফিক বিপুল অর্থের বিনিময়ে নায়িকার কাছ থেকে গাড়িটি কিনতে চায়। কিন্তু নায়িকারও অনেক শখের গাড়ি এটি। সে কোনো ভাবেই মুশফিক কে তা দিবে না। এক পর্যায়ে গাড়িটি ছিনতাই করে পুড়িয়ে দেয় মুশফিক। যেই গাড়িটি তার হয়নি সে গাড়িটি অন্য কাউকে হতে দিবে না। ঘটনার আবর্তনে দুজনের প্রেম হয়। কিন্তু মিল হয়নি।

ট্রেন্ডিংয়ে খুব অল্প সময়ে ৩ নাম্বারে এসেছে 'ব্যাচেলর রমজান'। বেশ আগ্রহ নিয়েই নাটকটি দেখছেন দর্শকরা। মাত্র বিশ ঘণ্টায় ৩৬ লাখ 'দর্শন' পেয়েছে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

'রুমমেট' নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪র্থ শীর্ষ স্থানে রয়েছে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নূর, চুমকি। নাটকটি ভিউ হয়েছে ৯ লাখ ৫০ হাজার। নাটকটিতে একটি সাবলেট বাসায় আফরান নিশোর রুমমেট ছিলো সাবিলা। দুজন একই রুমে থাকলেও দুজনের কখনো দেখা হতো না । কারণ একজন থাকতো রাতে একজন থাকতো দিনে। চাকরির খুঁজে দুজনই ঘুরে বেড়াতো।

ইউটিউব ট্রেন্ডিং অনুসারে ৫ম অবস্থানে রয়েছে 'লাভ এন্ড ওয়ার' নাটকটি। সৈয়দ শাকিল পরিচালিত এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন। নাটকটি ভিউ হয়েছে ৯ লাখ ৫০ হাজার। নাটকটিতে ফারিন অপূর্বর মামাতো বোন যাদের মধ্যে দা কুমড়োর সম্পর্ক। অপূর্ব প্রেম থেকে অন্যজনের সাথে। মেয়েটি অপূর্বকে ধোঁকা দেয়। অন্যদিকে ফারিনের বিয়ে ঠিক হয় অন্যজনের সাথে।

'২ বাই ২ লাভ' নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৬ষ্ঠ স্থান দখল করেছে। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অভিনয় করেছে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। নাটকটিতে জীবনে কখনো বিদেশ যায়নি নিশো। বোনের পরামর্শে ঘুরতে যাবার এবং পরবর্তীতে সেখানে থেকে যাবার স্বপ্নে বিভোর নিশো। আমেরিকার ভিসার জন্য ২/২ সাইজের ছবি তুলতে হবে তার। হাতে এই সাইজের লেটেস্ট কোনো ছবি নেই। বন্ধু কে খুব সিরিয়াস হয়ে বলে, আমার মুখের ব্রণ তো ছবিতেও আসবে। আমার কি ভিসা হবে রে? তার বন্ধু মুশকিল আসান করে জানায়, আজকাল পাড়া-গলির ফটোস্টুডিও গুলিও অনেক আধুনিক হয়ে গেছে। নিশ্চয়ই ইডটি মাধ্যমে সব ঠিক করে দেবে। ছবি তুলতে গিয়ে দেখে স্টুডিওতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে সুন্দরী মেহজাবিন। এরপর থেকেই শুরু হয় দুজনের ভালোবাসার গল্প।

Link copied!