চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে অখুশি ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২২, ১০:৫৬ পিএম

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে অখুশি ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্রের জন্য আমাদের পুরো একটা ফ্লোর দেওয়া হোক যেন আমরা চলচ্চিত্র নিয়ে গবেষণা, ইন্সটিউশন, ওয়ার্কশপ, ট্রেইনি হিসেবে ফাইট, নাচ, স্ক্রিপ্ট ইত্যাদি নিয়ে কাজ করতে পারি। চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা প্রয়োজন ওয়ার্কশপের মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক কৌশল গুলো রপ্ত করতে পারি। চলচ্চিত্র দিবসে এই দাবি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। 

রোববার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস ২০২২ উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইলিয়াস কাঞ্চন বিভিন্ন দাবি উত্থাপন করেন। 

তিনি বলেন, আমরা চলচ্চিত্র দিবস পেয়েছি, চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা পেয়েছি। কিন্তু চলচ্চিত্র যে অবস্থায় এসে পৌঁছেছে তাতে আনন্দিত হতে পারছি না। শিল্পের অবস্থা উন্নতি করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা যেন ওয়ার্কশপ করতে পারি তার জন্য ফ্লোর প্রয়োজন। আমরা কিন্তু কাজ করতে করতে শিখেছি। চলচ্চিত্র উন্নয়ন, চলচ্চিত্রের মান ঠিক রেখে চলচ্চিত্র নির্মাণের জন্য ওয়ার্কশপের ব্যবস্থা। সরকার আমাদের অনুদানের টাকা দিচ্ছেন সেগুলোর সাথে নিজেদের লগ্নি গুলো বাড়িয়ে সুন্দর একটি সিনেমা উপহার দেওয়ার উদ্যোগ নিতে হবে।

চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আনন্দ র‌্যালি, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। বেলুন উড়িয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন শুরু হয়। এরপর এফডিসির ভি. আই. পি প্রজেকশন হলে আলোচনা সভা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।  আলোচনা সভা শেষে ‘হাসিনা : এ ডটার’স টেল’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করার কথা রয়েছে।

Link copied!