এবার ট্রান্সজেন্ডার চরিত্রে তাক লাগাতে আসছেন সুস্মিতা সেন

শোবিজ প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২২, ১১:০৯ পিএম

এবার ট্রান্সজেন্ডার চরিত্রে তাক লাগাতে আসছেন সুস্মিতা সেন

এবার  ট্রান্সজেন্ডার চরিত্রে তাক লাগাতে আসছেন বলিউড তথা বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলিউড ডিভা এবং সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ওয়েব সিরিজ ‘আরিয়া’ দিয়ে ওয়েব দুনিয়ায় ডেবিউ করেছিলেন। সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছে সবার।

দর্শকমহলে ওই সিরিজটি এতটাই প্রশংসিত হয়েছিল যে নির্মাতারা ভক্তদের চাহিদার কারণে শিগগিরই ‘আরিয়া সিজন ২’ও মুক্তি দেন। তবে সুস্মিতা যে এতেই ক্ষান্ত হবার নন এবং নিজেকে চ্যালেঞ্জিং চরিত্রে মানিয়ে নিতে বেশি পছন্দ করেন। আর সেটারই প্রমাণ মিলেছে তাঁর আসন্ন সিরিজ ‘তালি’র লুকেও।

তালিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ট্রান্সজেন্ডার শ্রীগৌরী সাওয়ান্তের গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। সিরিজ ‘তালি’র ফার্স্ট লুক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সুস্মিতা লিখেছেন: এমন সুন্দর ব্যক্তিত্বের মানুষের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পাওয়ায় আমি গর্বিত।

গৌরী সাওয়ান্ত একজন ট্রান্সজেন্ডার কর্মী যিনি ২০০০ সালে ‘সখী চর চৌঘী’ সংঘ চালু করেন। যে এনজিও বা সংঘটি তৃতীয় লিঙ্গের মানুষকে কাউন্সেলিং থেকে শুরু করে সব সুযোগ-সুবিধা এবং সহায়তা দিয়ে থাকে।

আসন্ন সিরিজটি মোট ৬টি পর্বের হবে এবং এতে ভিড়ের দৃশ্যে অভিনয়ের জন্য মোট ৩০০ জন ট্রান্সজেন্ডার শিল্পীকেও কাস্ট করা হয়েছে। 'তালি' সিরিজটি পরিচালনা করছেন প্রখ্যাত মারাঠি চলচ্চিত্র নির্মাতা রবি যাদব।

Link copied!