করোনায় চলে গেলেন নাট্যজন তবিবুল ইসলাম বাবু

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ২৪, ২০২১, ০৯:০৫ পিএম

করোনায় চলে গেলেন নাট্যজন তবিবুল ইসলাম বাবু

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদায় নিলেন প্রবীণ মঞ্চ অভিনেতা এবং নাট্যনির্দেশক তবিবুল ইসলাম বাবু। করোনায় আক্রান্তের আগে নানান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গতকাল শুক্রবার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই প্রবীণ অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর বিষয়টি অভিনেতা আহসানুল হক মিনু গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

অভিনেতা আহসানুল হক মিনু বলেন, ‘উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান অভিনেতা তবিবুল ইসলাম বাবু ভাই। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার করোনা হয়েছিল। তবে মৃত্যুর আগে করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু, তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না।’

তবিবুল ইসলাম বাবু ১৯৪৪ সালের ২৮ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী অভিনেত্রী সাঈদা ইসলাম। ১৯৯৫ সালে তবিবুল ইসলাম বাবু নাট্যজন নামে নতুন একটি দল গঠন করেছিলেন। এই দলের হয়ে তেভাগার পালা নাটকটির নির্দেশনা দেন অভিনেতা আহসানুল হক মিনু। দীর্ঘ সময় ধরে মঞ্চে কাজ করেছেন তবিবুল ইসলাম বাবু। দেশসেরা নাট্য দল থিয়েটারের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। একসময় থিয়েটার ভাগ হয়ে গেলে সতীর্থদের নিয়ে নতুন দল গঠন করেন তিনি। যার নামও ছিল থিয়েটার। তিনি এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে আছে- ক্ষত বিক্ষত, সাত ঘাটের কানাকড়ি, শেষ রক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন।

Link copied!