গাঁজাকে মাদক হিসেবে জানতেন না অনন্যা পান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৩, ২০২১, ০৬:৪০ এএম

গাঁজাকে মাদক হিসেবে  জানতেন না অনন্যা পান্ডে

গাঁজা যে একপ্রকার মাদক, সে কথাই জানতেন না বলিউড নায়িকা অনন্যা পান্ডে। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে গেছে বলিউডের আরেক অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যার নাম। আর সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে অনন্যা এই কথা বলেন।  

বলিউডে স্টার কিডদের মধ্যকার বন্ধুত্ব নতুন কিছু নয়। সেই সূত্র ধরেই হয়তো বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান চাঙ্কি পান্ডের মেয়ে বলিউড নায়িকা অনন্যা পান্ডের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই বন্ধুত্বের খাতিরে আরিয়ান অনন্যার কাছে হোয়াটসঅ্যাপ মারফত জানতে চেয়েছিলেন, তাকে নেশাজাতীয় কিছু দেয়া যাবে কি? জবাবে অনন্যা পান্ডে লিখেছিলেন, ‘আই উইল রেইজ’; যার ভাবার্থ আমি জোগাড় করার চেষ্টা করছি।  

এই হোয়াটসঅ্যাপ আলাপের সূত্র ধরেই এবার আরিয়ানের মামলায় অনন্যা পর্যন্ত পৌছে গেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এনসিবির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন অনন্যা পাণ্ডে। এনসিবিকে অনন্যা জানিয়েছিলেন, স্রেফ মজা করেই আরিয়ানকে ওই কথাগুলো লিখেছিলেন তিনি। তাও প্রায় এক বছর আগে। সেসময় জিজ্ঞাসাবাদে অনন্যা জানিয়েছিলেন, কোন প্রকার অবৈধ মাদকের সঙ্গে তার কোন লেনদেন নেই।  

তবে শুক্রবার (২২ অক্টোবর) এনসিবি দ্বিতীয় দফায় জেরার মুখোমুখি করে অনন্যাকে। তাই সেসময় এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের দফতরের বাইরে কণ্যার অপেক্ষায় বসে থাকতে দেখা গিয়েছে বাবা চাঙ্কি পান্ডেকে।

চার ঘণ্টাব্যাপী সেই জিজ্ঞাসাবাদ পর্বে ঘুরেফিরে সেই সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের বিষয়টিই উঠে আসে বলে এনসিবির বরাত দিয়ে জানিয়েছে ইন্ডিয়ান টাইমস।

সেই জিজ্ঞাসাবাদেই অনন্যা জানান, কেবল সিগারেট নিয়ে কথা হয়েছিল, গাঁজা নয়। গাঁজা যে কোনো প্রকার মাদক, সে কথাই জানতাম না!

এদিকে এনসিবি অবশ্য বলেছে, নিয়মিতই বিভিন্ন মাদক নিয়ে আরিয়ানের সাথে কথা বলতেন অনন্যা।

Link copied!