গেমের মতোই সাসপেন্সে ভরা মর্টাল কম্ব্যাট রিবুট!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১২:৪০ পিএম

গেমের মতোই সাসপেন্সে ভরা মর্টাল কম্ব্যাট রিবুট!

২৪ বছর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দর্শকরা আবারও দেখতে পাবে হলিউডের অ্যাকশান-সাসপেন্সে ভরা মর্টাল কম্ব্যাট চলচ্চিত্রটির তৃতীয় সিক্যুয়াল-মর্টাল কম্ব্যাট রিবুট।

রুপালি পর্দায় ভিডিও গেমের জগতকে দখলে নেওয়ার জন্য এই শিল্পের প্রথম দিকের একটি প্রচেষ্টা ৯০ দশকের গোড়ার দিকে মর্টাল কম্ব্যাটকে মানিয়ে নিচ্ছিল। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত করলেও সমালোচকদের কাছে হিট হয়নি। দ্বিতীয় সিক্যুয়াল মর্টাল কম্ব্যাট: অ্যানিহিলেশন প্রকাশ হয় ১৯৯৭ সালে।

প্রায় ২৪ বছর পর জেমস ওয়ানের প্রযোজনা এবং সাইমন ম্যাককয়েডের পরিচালনায় কাজটি আবার শুরু হয়েছে। এবারের সিক্যুয়ালটির নাম মর্টাল কম্ব্যাট রিবুট। মর্টাল কম্ব্যাট গেইম এর মতোই সাইমন ম্যাককয়েড পরিচালিত এই মুভি অনেকটা উত্তেজনা আর সাসপেন্সে ভরপুর। এরই মধ্যে চলচ্চিত্রটির ট্রেইলার রিলিজ হয়েছে।

মর্টাল কম্ব্যাট রিবুট চলচ্চিত্রটিতে লুইস টান অভিনয় করছেন ’এমএমএ ফাইটার কোল ইয়ং’ হিসাবে। ট্রেইলারটিতে দেখা যায় লুইস টান এর বুকের মধ্যে সন্দেহজনক ভাবে একটি ’ড্রাগন’ চিহ্ন দেখানো হয়।পাশাপাশি ট্রেইলারটিতে রয়েছে অনেক অ্যাকশন দৃশ্য যা দেখে মনে হবে এটি যেন জলজ্যান্ত মর্টাল কম্ব্যাট গেইম।

ট্রেলারটিতে বিশালদেহী যোদ্ধা হিসেবে অভিনেতা সাব-জিরো ও স্করপিয়ন এর পাশাপাশি  সোনায়া, কানো, রাইডেন, জ্যাক্স, লিউ কং, শ্যাং সোং ও কুং লাও কেও দেখানো হয়েছে। আসছে ১৬ এপ্রিল থিয়েটারে এবং এইচ বিও ম্যাক্সে ছবিটি রিলিজ পাবে।

Link copied!