ডিসেম্বর ২, ২০২১, ০১:৪৩ পিএম
দেশীয় সিনেমার জন্য সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছর প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেকবার সেরা কাজের জন্য ২৮টি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়। তবে এবার সেটা দেওয়া হবে ২৬টি ক্যাটাগরিতে। বাদ পড়ছে দুটি বিভাগ।
খোঁজ নিয়ে জানা যায়, বাকি দুই বিভাগে যোগ্য কুশলী না পাওয়ায় জুরিবোর্ড প্রাথমিকভাবে ২৬টি বিভাগে পুরস্কার দেওয়ার সুপারিশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।
জুরিবোর্ডের সদস্য ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর বলেন, “প্রতিটি চলচ্চিত্র দেখার পর জুরিবোর্ডের সদস্যরা ২৮টি ক্যাটাগরিতে মার্কস দেন। কিন্তু এবার দুটি ক্যাটাগরি পাস মার্কস পায়নি। তাই সদস্যরা মিলে ২৬টি ক্যাটাগরি মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করছেন।”
তবে কোন দুটি বিভাগ বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কথা বলতে চান না বোর্ডের সদস্যরা।
জুরিবোর্ডের সদস্য ও সেন্সর বোর্ডের সহ-সভাপতি জসীম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। তার ভাষ্য, “পুরস্কারের জন্য জুড়িবোর্ডের কাজ শেষ। তালিকা এখন পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। এর বাইরে কিছু বলা ঠিক হবে না।”