ফেব্রুয়ারি ১, ২০২৩, ১০:৫৭ পিএম
বিটিএস’র বাংলাদেশের ভক্তদের জন্য দুঃসংবাদ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডদলটি রাজধানী ঢাকায় পারফর্ম করতে আসছে না। ব্যস্ততম শিডিউল থাকায় তারা ঢাকায় আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে।
বর্তমানে বিশ্বের সব দেশের তরুণ প্রজন্মকে এক ছাতার নিচে এনেছে দক্ষিণ কোরিয়ার এই ‘বুলেটপ্রুফ বয় স্কাউটস (বিটিএস) ব্যান্ড’। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই ব্যান্ডটি। বাংলদেশেও তাদের অসংখ্য অনুরাগী আছে। চলতি বছরের প্রথম দিকে আসার কথা প্রচার হয়েছিল। তবে তাদের পারফর্মেন্স সামনে থেকে দেখতে পারছেন না বাংলাদেশের অগণিত ভক্ত।
বুধবার রাজধানীর গুলশানে দক্ষিণ কোরিয়ান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশ‘র উপদেষ্টা এডওয়ার্ড কিম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের ভক্তদের বিনোদন দিতে আসছে কেপপ ব্যান্ডস। তবে বিটিএস আসছে না। তাদের শিডিউল পূর্ব নির্ধারিত থাকায় আমরা তাদের আনতে পারছি না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন, কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা) যৌথভাবে "কোরিয়া সপ্তাহ ২০২৩" এর অংশ হিসেবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, অর্থনৈতিক সাফল্য উদযাপন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ও কুর্মিটোলা গলফ ক্লাবে প্রস্তুতি নিচ্ছে। “স্টে স্ট্রং মার্চ টুগেদার” এই শ্লোগান নিয়ে আগামী ৩ মার্চ পর্যন্ত "কোরিয়া সপ্তাহ ২০২৩" এর নানা আয়োজন এ দুটো ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।
উৎসবে থাকা ইভেন্টগুলো ৫০তম বার্ষিকীকে আরও রঙিন করবে। এ আয়োজনের মধ্য দিয়ে সুসংহত হবে অর্থনৈতিক সম্পর্ক। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে "কোরিয়া সপ্তাহ ২০২৩"।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শোকেস কোরিয়াতে (কোরিয়ান পণ্যের প্রদর্শন; ২৫-২৬ ফেব্রুয়ারি) ৪০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। এখানে এলজি প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কাজ করবে। স্যামসাং গ্যালাক্সি স্পন্সরশিপের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি কেপপ (Kpop) টিম লাইভ কনসার্ট, বয়গ্রুপ "(TAN)” গার্লগ্রুপ “ICU” এবং কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ান্দো পারফরম্যান্স টিম “Nolja) এবং বাংলাদেশের কেপপ ভক্তদের বিনোদন দিতে ঢাকায় আসবে। এছাড়াও কোরিয়ান খাবার, ইলেকট্রনিক পণ্য, কোরিয়ান পর্যটন সম্পর্কিত তথ্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।