তৃণমূলে যোগ দিলেন একঝাঁক তারকা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৩:০২ এএম

তৃণমূলে যোগ দিলেন একঝাঁক তারকা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের আগ মুহুর্তে ফের তৃণমূলে যোগ দিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। বুধবার হুগলির সাহাগঞ্জে তৃণমূলের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন তারকারা। তাদের মধ্যে একদিকে রয়েছে রুপালি জগতের কুশীলবরা তেমনই রয়েছেন মাঠের একাধিক খেলোয়াড়। যা নিয়ে এদিন চাঁদের হাট বসেছিল মমতার মঞ্চে।

এদিন তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, মানালি দে প্রমুখ। খেলোয়াড়দের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি ও সৌমিক দে। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।

সেসময় মঞ্চ থেকে একে একে ‘খেলা হবে’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূলে যোগদানকারীরা। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রেখে আগামীর পথে এগিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার বলে মন্তব্য করেন তারা।

সায়নী ঘোষের তৃণমূলে যোগদানে এদিন অবাক হন অনেকে। কয়েক দিন আগেও তার বিজেপিতে যোগদানের গুজব ছড়িয়েছিল। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আচমকা হাজির হন তিনি।

সায়নী সম্পর্কে মমতা বলেন, ‘সায়নী টুইটারে দুটো কথা বলেছিলো। তারপর থেকেই সায়নীকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কেন সায়নীকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে প্রকাশ্য জনসভা থেকে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শো-তে হাজির হয়ে মন্তব্যের জেরে বিজেপির সমর্থকদের কাছে বিতর্কে জড়ান সায়নী ঘোষ। টক শো-তে সায়নীর ওই মন্তব্যের পরপরই জোর জল্পনা শুরু হয়ে যায়। যার জেরে সায়নী ঘোষকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে।

Link copied!