দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২২, ০২:১১ পিএম

দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

১৪তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল এই ছয়টি বিভাগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব পালন করা হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মধ্যদিয়ে ১১ অক্টোবর বিভাগীয় স্ক্রিনিং শুরু হবে। পরবর্তীতে প্রদর্শিত হবে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে। এছাড়াও জুম ফিল্ম ফোরামের সহযোগিতায় ১৫ অক্টোবর রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে একটি বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।

এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৬টি বিশ্ববিদ্যালয়ে IIUSFF এর প্রদর্শনী পর্ব অনুষ্ঠিত হবে। বিভাগীয় প্রদর্শনী শেষে মূল অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ৫-৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

এবারের আসরে ৯১ টি দেশ থেকে ১১৪৭ টি শর্টফিল্ম জমা হয়েছে। এরমধ্যে বিচারক কতৃক নির্বাচিত ১৭০টি চলচ্চিত্র ছয়টি বিভাগে প্রদর্শিত হবে।  

প্রদর্শনীগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় রয়েছে জহির রায়হান ফিল্ম সোসাইটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি, জুম ফিল্ম ফোরাম, চট্টগ্রাম ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি, কীর্তনখোলা ফিল্ম সোসাইটিসহ দেশের সামনের সারির ছাত্র-পরিচালিত চলচ্চিত্রকর্মী সংগঠনগুলো।  

বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল‌ থেকে প্রতি বছর‌ IIUSFF আয়োজন করে আসছে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে এবার সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং ইএমকে সেন্টার।

Link copied!