বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরাত ইমরোজ তিশা। নাটক এবং সিনেমা দুটিতেই অভিনয় করেন তিনি। দীর্ঘ সময়ের অভিনয় জীবনে নানান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার তিনি হাজির হচ্ছেন নতুন চরিত্রে। প্রথমবারের মতো তৃতীয়লিঙ্গের চরিত্রে অভিনয় করবেন তিশা।
অভিনেত্রী তিশা তার অভিনয়ের জন্য সকলের কাছে প্রশংসিত। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করেন প্রতিবার। কখনও কালো মেয়ের চরিত্রে, কখনও মোটা মেয়ের চরিত্রে, কখনও খুব নরম মেয়ের চরিত্রে আবার কখনও এলাকার মাস্তানের চরিত্র সহ বিভিন্ন রুপে দেখা যায় তাকে। এবার একটি নাটকে তাকে দেখা যাবে তৃতীয়লিঙ্গের চরিত্রে। নাটকের নাম ‘ইঁদুর–বিড়াল’। নাটকে তিশার সাথে থাকবেন সালাহউদ্দিন লাভলু। নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
এছাড়াও তিশা দেখা যাবে সকাল আহমেদের পরিচালিত ‘রাত গভীর হয়’ নাটকে। এদিকে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-র অংশ হয়েছেন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। প্রায় টানা দুই মাস বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং নিয়ে মুম্বাই ব্যস্ত ছিলেন তিশা। বায়োপিক ছাড়াও অভিনেত্রীর হাতে আরো দু’টি সিনেমা আছে। এগুলো হলো-‘ভালোবাসার প্রীতিলতা’ ও ‘রক্তজবা’। দু’টি সিনেমাতে এই গ্ল্যামারকন্যা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এদিকে লকডাউনের কারণে আপাতত শুটিং করছেন না তিনি। তবে লকডাউনের পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে ঈদের কাজ করতে পারেন বলেও জানান তিশা।