না ফেরার দেশে চলে গেলেন ইয়াফেট কট্টো

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৭, ২০২১, ০৭:৫২ পিএম

না ফেরার দেশে চলে গেলেন ইয়াফেট কট্টো

৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেতা ইয়াফেট কট্টো। তিনি ‘এলিয়েন’, ‘লিভ এন্ড লেট ডাই’, ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

ফেসবুকে শেয়ার করা পোস্টে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, কট্টো মারা গেছেন সোমবার। তিনি লিখেছেন, ‘২৪ বছরের সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ।’ তিনি আরও লিখেছেন, 'তুমি তোমার অনেক সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছো। কিন্তু আমার কাছে তুমি সবসময় হিরো। একজন ভালো মানুষ, ভালো বাবা, ভালো স্বামী খুব কম পাওয়া যায়। হলিউডের কিংবদন্তী অভিনেতাদের মধ্যে তুমি একজন। ভালো থেকো। প্রতিদিন তোমাকে মনে পড়বে আমার প্রিয় বন্ধু।' মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

অভিনেতা কট্টো ১৯৩৯ সালে ১৫ নভেম্বর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি থিয়েটারে কাজ করা শুরু করেছিলেন। এরপর ১৯ বছর বয়সে তিনি পেশাগত ভাবে থিয়েটারে ‘ওথেল্লো’-তে অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাথিং বাট এ ম্যান’ ১৯৬৪ সালে মুক্তি পায়। তার সবচেয়ে দীর্ঘ সময়ের কাজ ছিল ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’।

১৯৯৭ সালে তিনি ‘দ্য রয়্যালিটি’ নামে আত্নজীবনী লিখেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি রাণী এলিজাবেথের দূরসম্পর্কের আত্মীয়। তিনবার বিয়ে করেছিলেন কট্টো। তৃতীয় স্ত্রী এবং ছয় সন্তান নিয়ে থাকতেন তিনি।

Link copied!