নিবিড় পর্যবেক্ষণে পপ গায়িকা ম্যাডোনা

শোবিজ ডেস্ক

জুন ২৯, ২০২৩, ০৫:৪০ পিএম

নিবিড় পর্যবেক্ষণে পপ গায়িকা ম্যাডোনা

সংগৃহীত ছবি

জীবাণু সংক্রমণে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পপ গায়িকা ম্যাডোনা। গায়িকার ম্যানেজার গাই ওজারির বরাতে এএফপির এক প্রতিবেদনে জানা যায়, ম্যাডোনা কয়েক দিন ধরে ভর্তি আছেন নিউইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা আগের চেয়ে ভালো হলেও তাঁর পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে।

গতকাল ম্যাডোনার দীর্ঘদিনের ম্যানেজার গাই ওজারি গায়িকার অসুস্থতা নিয়ে ইনস্টাগ্রামে বিবৃতি দেন। বিবৃতিতে তিনি লিখেছেন, ‘২৪ জুন গুরুতর জীবাণু সংক্রমণে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও তাঁকে আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’

ম্যাডোনার মেয়ে লর্দে লিও তাঁর পাশেই আছেন বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে জানা যায়। আগামী মাসে ৮৪ দিনের দীর্ঘ ওয়ার্ল্ড ট্যুর শুরু করার কথা ছিল। কিন্তু ৬৪ বছর বয়সী গায়িকার পক্ষে সেটা যে শুরু করা সম্ভব হবে না, বিবৃতিতে তা স্পষ্ট করেছেন গাই ওজারি, ‘এই অবস্থায় আমাদের সব ধরনের পূর্বপ্রতিশ্রুতি স্থগিত রাখতে হচ্ছে, এর মধ্যে ওয়ার্ল্ড ট্যুরও পড়বে।’

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত সর্বশেষ ওয়ার্ল্ড ট্যুর ‘ম্যাদাম এক্স’-এ অংশ নিয়েছিলেন ম্যাডোনা। তিন বছর পর তাঁর ট্যুর নিয়ে তাই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।

ট্যুর শুরুর নতুন তারিখ ও সংশোধিত সূচির বিষয়ে যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন গাই ওজারি।

Link copied!