নেগেটিভ চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৭:৪৯ পিএম

নেগেটিভ চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে

‘কাজের প্রতি ডেডিকেশন থাকাটা জরুরি। আজ আমি যতটুকু এসেছি তার পেছনে ছিলো আমার ভক্তি, শ্রদ্ধা এবং ডেডিকেশন। মিডিয়া খারাপ না। কারো খারাপ হতে হলে সে অন্য পেশায় থেকেও হতে পারে’ —সিয়াম নাসির। 

বর্তমান প্রজন্মের মেধাবী এবং দক্ষ অভিনেতা সিয়াম নাসির। অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে পৌছাতে সক্ষম হয়েছেন তিনি। কাজ, ব্যস্ততা, মিডিয়ার প্রতি তার চিন্তা এবং দর্শকদের প্রতি ভালোবাসা রেখে কথা বলেছেন দ্য রিপোর্ট এর সাথে। 

অভিনয়ের শুরুটা কিভাবে করেছেন?

অভিনয়ের শখ ছোট থেকেই ছিলো। আমি আগে থেকেই মোশাররফ করিম ভাইয়ের ভক্ত। খুব ভালো লাগে তাকে। তাকে টিভিতে দেখতাম আর ভাবতাম আমি যদি তার মতো নাটকে কাজ করতে পারতাম। এ ছাড়া আমি ‘নটরডেম নাট্যদল’-এ কাজ করেছি। তারপর মিডিয়াতে আসি ‘নাইনটি এন্ড হাফ’ নাটক দিয়ে।

কোন চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করেন?

চাহিদা অনুযারী কাজ করি, তবে আমার নেগেটিভ চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে। দর্শকের জন্য উভয় চরিত্রে কাজ করতে হলেও আমাকে সুযোগ দিলে আমি নেগেটিভ দিকটাই পছন্দ করি এবং আগামীতেও করবো।

মিডিয়াতে কাজ করা নিয়ে পরিবার থেকে কতটুকু সাপোর্ট পান?

শুরুতে যখন মিডিয়াতে এসেছি, নাটকে কাজ করা শুরু করেছিলাম তখন পরিবার থেকে সাপোর্ট পাইনি। বাবা-মা মনে করেছিলো তাদের ছেলে খারাপ হয়ে গিয়েছে। কিন্তু ধীরে ধীরে তাদের চিন্তা পরিবর্তন হয়েছে। এখনতো বলা যায় আমার প্রথম দর্শক আমার পরিবার। তাদের দোয়া আর সাপোর্ট যদি না থাকতো তাহলে এইটুকু হয়তো আসতে পারতাম না।

বাবা-মা'ই আমার সবচেয়ে বড় দর্শক : সিয়াম নাসির | বাংলা

আপনার সফলতার ক্রেডিট কাকে দিতে চান?

এককথায় মাবুরুর রশিদ বান্নাহ। এবিষয়ে ঘুরিয়ে কথা বলার কিছু নেই। আমি এখন যেখানে আছি, যতটুকু এসেছি, আমি যে ইনকাম করছি, আমার পরিবার চালাচ্ছি সেটা বান্নাহ ভাইয়ের জন্য। তিনি আমাকে সুযোগ দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা না বললেই না।

তরুণ যারা মিডিয়াতে আসতে চায় তাদের জন্য কি বলবেন?

আমার মনে হয় মিডিয়েতে কাজ করার ইচ্ছা কম-বেশি অনেকেরই থাকে। তবে সেইজন্য সবথেকে জরুরি ডেডিকেশন। আজ আমি সিয়াম নাসির যদি এই জায়গায় না পৌছাতাম তাহলে আপনারা আমাকে চিনতেন না। আমার কাজের প্রতি আমার ডেডিকেশন আগেও কম ছিলো না, এখনও কমেনি এবং ইনশাল্লাহ আগামীতেও কমবে না। মিডিয়াতে আসার জন্য স্ট্রাগল করতে হয়। শুধু মুখে বললে হবে না যে মিডিয়াতে কাজ করতে চায়, এই ইচ্ছাকে লক্ষ্য হিসেবে দেখতে হবে।

যারা মিডিয়াকে খারাপ ভাবে তাদের নিয়ে আপনার চিন্তা কি?

প্রথম কথা আঙ্গুর ফল টক। যারা মিডিয়াতে কাজ করতে পারে না তাদের কাছে মিডিয়া খারাপ। যাদের খারাপ হওয়ার তারা অন্য পেশা থেকেও খারাপ হতে পারে। কেউ কাউকে আটকে রাখতে পারবে না। বরং আমার মনে হয় মিডিয়াতে থাকলে সে সেফ, কারন তাকে কিছু করার আগে আসে পাশে ক্যামেরার কথা চিন্তা করতে হয়।

এখন কি নিয়ে ব্যস্ত আছেন?

ঈদের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে অমিতাভ রেজার একটি সিনেমাতে কাজ করছি নাম ‘মুন্সিগিরি’। এছাডা ঈদে ১০-১২টি নাটকে দেখতে পাবেন। এসব নিয়েই আপাতত ব্যস্ততা কাটছে।

দর্শকদের জন্য কি বলবেন?

দর্শকদের প্রতি ভালোবাসা অনেক অনেক বেশি। তাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া শুধু আমি না, কেউই আগাতে পারে না। দর্শকদের প্রতি আবদার একটাই, আগে যেমন নাটক, সিনেমাকে সাপোর্ট দিয়েছেন এখনও দিবেন। কিছু মানুষকে বলতে শুনি যে নাটক নাকি এখন দেখা হয় না। কিন্তু না, নাটক ঠিকই দেখে দর্শক। সবসময় ভালোবাসা দিয়ে সাথে থাকবেন।

Link copied!