জানুয়ারি ২৬, ২০২১, ১২:৫০ এএম
এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদসহ ১০ জন। সোমবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
অভিনেত্রী ফেরদৌসী মজুমদার পুরস্কার পাচ্ছেন আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনি শাখায়; আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ পাচ্ছেন কবিতায়।
কথাসাহিত্যে ঔপন্যাসিক, প্রাবন্ধিক ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল, অনুবাদে অধ্যাপক ও অনুবাদক সুরেশরঞ্জন বসাক, নাটকে চট্টগ্রামের নাটকের দল তির্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা রবিউল আলম পাচ্ছেন এবারের বাংলা একাডেমি পুরস্কার।
শিশুসাহিত্যে ছড়াকার ও শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বাংলা একাডেমির ফোকলোর বিভাগের সাবেক পরিচালক সাহিদা বেগম, বিজ্ঞান-কল্পবিজ্ঞানে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের প্রধান অপরেশ বন্দ্যোপাধ্যায়, ফোকলোরে- প্রত্নতাত্ত্বিক গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান এ পুরস্কার পাচ্ছেন।
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা, সঙ্গে দেওয়া হয় একটি সনদ ও ক্রেস্ট। প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী এ পুরস্কারটি বিতরণ করলেও এবার করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে বইমেলা সময়মত না হওয়ায় পুরস্কার দেওয়ার তারিখ এখনও নির্ধারণ করেনি বাংলা একাডেমি।
এদিকে মহামারীর কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী সোমবার বিকালে গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১৮ মার্চ অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন হবে। বইমেলা প্রকাশ্যেই হচ্ছে। তবে সেদিন কখন উদ্বোধন হবে বা এক মাসব্যাপী এই বইমেলা চলবে কি না, তা এখনও চূড়ান্ত করিনি। পরবর্তীতে তা জানানো হবে ‘