বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন চলচ্চিত্র উৎসব শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২১, ০৬:৩১ পিএম

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন চলচ্চিত্র উৎসব শুরু

বাংলাদেশ ও ইউরোপের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে প্রাধান্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব। ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন চলচ্চিত্র উৎসব (বিইইউএফএফ)’ শিরোনামে বুধবার (৯ জুন) অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩০ জুন পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন এই উৎসবের আয়োজন করলো।

ইউরোপীয় ইউনিয়ন সূত্রে জানা গেছে, ২১টি দেশি-বিদেশি চলচ্চিত্র অনলাইনে দেখতে পারবেন দর্শক। এই উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র রয়েছে ৭টি। এছাড়াও ৭টি ইউরোপীয় ফিচার ফিল্ম ও ৭টি আন্তর্জাতিক শর্ট ফিল্ম উৎসবে দেখানো হবে। বাংলাদেশি দর্শকরা বিনামূল্যে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। ইউরোপীয় চলচ্চিত্রগুলো বাংলা সাবটাইটেলে দেখা যাবে।

এছাড়া, এই আয়োজনে আরো থাকছে চলচ্চিত্র কর্মশালা, চলচ্চিত্র নির্মাতাদের সাথে প্রশ্ন-উত্তর পর্ব এবং চলচ্চিত্রে জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা।

 

 

Link copied!