বাংলাদেশি লেখকের গল্পে নেটফ্লিক্স সিনেমা

বিনোদন ডেস্ক

জুলাই ২৭, ২০২১, ০৬:৫৯ এএম

বাংলাদেশি লেখকের গল্পে নেটফ্লিক্স সিনেমা

বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান লেখক রুমান আলমের উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্সে একটি সিনেমা নির্মিত হবে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে হলিউড তারকা জুলিয়া রবার্টস এবং ডেনজেল ওয়াশিংটন অভিনয় করবেন।

রুমান আলমের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপন্যাস ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ অবলম্বনে একই শিরোনামের চলচ্চিত্রটি নির্মান করবেন স্যাম এসমাইল। ‘মি. রোবোট’ নামক সাইবার নিরাপত্তা বিষয়ক থ্রিলার সিরিজের নির্মাতা এই স্যাম এসমাইল।

ডেডলি হলিউডের তথ্যমতে জানা যায়, রুমান আলম একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান লেখক। রুমান আলমের এই উপন্যাসটি আগামী শরতেই প্রকাশ করবে হারপার কলিন্স পাবলিশিং। তার প্রকাশিত আরও দুইটি উপন্যাস হচ্ছে - রিচ এন্ড প্রিটি এবং দ্যট কাইন্ড অফ মাদার।

লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইড চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করবে জুলিয়া রবার্টসের প্রতিষ্ঠান ’রেড ওম ফিল্মস’ ও স্যাম এসমাইলের প্রতিষ্ঠান’ এসমাইল করপস’। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকবেন রুমান আলম।

জানা যায়, এর গল্প গড়ে উঠেছে দুটি পরিবারকে কেন্দ্র করে। যারা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো স্থানে ছুটি কাটাতে যায়। কিন্তু ভয়ঙ্কর এক ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে তারা।

ডেনজেল-জুলিয়া এর আগে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন ‘দ্য পেলিকান ব্রিফ’ ছবিতে। এটি ১৯৯৩ সালে মুক্তি পায়। ফলে প্রায় ২৭ বছর পর একই পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

Link copied!