বাফটা অ্যাওয়ার্ড: ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘ডুন’-এর জয়জয়কার

বিনোদন ডেস্ক

মার্চ ১৫, ২০২২, ০১:৫১ এএম

বাফটা অ্যাওয়ার্ড: ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘ডুন’-এর জয়জয়কার

ডার্ক ওয়েস্টার্ন ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে জিতে নিল দুটি সর্বোচ্চ পুরস্কার। একটি সেরা চলচ্চিত্রের, অন্যটি সেরা পরিচালকের। অন্যদিকে সাই-ফাই ছবি ‘ডুন’ পেল গুরুত্বপূর্ণ অন্যান্য পুরস্কার। গতকাল রোববার যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের আসর। করোনার কারণে গত অনুষ্ঠানটি অনলাইনে হলেও এ বছর একটি স্বাভাবিক অনুষ্ঠানে ফিরতে পেরে ভীষণ আনন্দিত আয়োজক ও শিল্পীরা।

নিউজিল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা জেন ক্যাম্পিয়ন তাঁর জীবনের অনন্য একটি সপ্তাহ কাটালেন। কারণ, ঠিক আগের দিন বেভারলি হিলসে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) পুরস্কারে শীর্ষ পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি। থমাস স্যাভেজের ১৯৬৭ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে ১৯২০ সালের মন্টানা র‌্যাঞ্চের গল্পে চলচ্চিত্র নির্মাণ করে অস্কার জয়ের পথে এগিয়ে চলেছেন তিনি। গত দিনগুলোতে দেখা গেছে, যে বছর যে নির্মাতা ডিজিএ অ্যাওয়ার্ড জিতেছেন, তিনি সে বছরের অস্কার জিতেছেন।

বাফটা অ্যাওয়ার্ডসে উপস্থিত ছিলেন না জেন। তাঁর পক্ষে সেরা চলচ্চিত্রের পুরস্কার নিতে এসে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির প্রযোজক তানিয়া সেগাচিয়ান বলেন, ‘স্বপ্নদর্শী জেন, ৩০ বছর ধরে আপনি না বলা, কম বলা আর ভুল বোঝা গল্পগুলো নিয়ে নীরবে চলচ্চিত্রাঙ্গনে পথ চলছেন। আপনি নারীদের তাঁদের নিজস্ব স্বর খুঁজে পেতে অনুপ্রাণিত করেছেন। আপনার কারণেই আমরা আজ এখানে।’ পরে সংবাদ সম্মেলনের সময় ভিডিও কলে যুক্ত হন পরিচালক জেন। তিনি বলেন, তিনি অভিভূত।

Link copied!