বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান‘ অভিনেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২১, ০৭:৩৭ পিএম

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান‘ অভিনেতা নিহত

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্র ‘টারজান’ এর নাম ভূমিকায় অভিনয় করা জো লারা (৫৮) ও তার স্ত্রী গোয়েন লারা নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৯ মে) বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে ওই বিমান দুর্ঘটনায় আরও ৫জনের মৃত্যু হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি পাশ্চাত্য গণমাধ্যম নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। 

উদ্ধারকারী দল রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানিয়েছে, ছোট জেট বিমানটি টেনেসির স্মায়ারনা রাদারফোর্ড কাউন্টি বিমানবন্দর থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে এটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথোরিটি (এফএএ) বিমানটিতে সাতজন আরোহী থাকার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর শনিবার রাতেই উদ্ধার তৎপরতায় পরিবর্তন আনা হয় বলে আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে কাউকে জীবন্ত উদ্ধারের আশা করছি না।

অভিনেতা জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটন’-এ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই টিভি সিরিজ।  

Link copied!