ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির স্ত্রী দীপা চ্যাটার্জি রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
একাধারে বাঙালি অভিনেত্রী ও পরিচালক এবং ব্যাডমিন্টনে প্রাক্তন রাজ্য চ্যাম্পিয়ন দীপা রবিবার ভোরে কলম্বিয়া এশিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
স্বামী সৌমিত্র চ্যাটার্জির মতো দীপাও খুব অল্প বয়সেই বাংলা চলচ্চিত্র জগতে কাজ শুরু করেছিলেন। একটি সিনেমার সেটে দেখা হয়েছিল তাদের এবং বিয়ের আগে তারা বেশ কিছুদিন প্রেমও করেছিলেন।
এই দম্পতিটির ঘওে এক পুত্র ও কন্যা রয়েছে। কন্যা চলচ্চিত্র পরিচালক পৌলমি বসু এবং পুত্র সৌগত চ্যাটার্জী।
১৯৭০ সালে দর্শকনন্দিত চলচ্চিত্র ‘বিলম্বিত’তে তিনি মহানায়ক উত্তম কুমারের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি আরও বেশ কয়েকটি বিখ্যাত সিনেমা এবং টিভি শোতে অভিনয় করেছিলেন।
গতবছরের নভেম্বরে তার স্বামী সৌমিত্র চ্যাটাজি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার একমাস পরে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে বর্ণাঢ্য সিনেমা ক্যারিয়াওে ৩০০র বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের এই প্রবাদ পুরুষ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌমিত্রের মৃত্যুকে " পশ্চিমবঙ্গ ও ভারতের চলচ্চিত্রের জগৎ ও সাংস্কৃতিক পরিসণ্ডলের জন্য এক বিশাল ক্ষতি" হিসাবে উল্লেখ করেছিলেন।