ভারতের ১০০ হলে ‘ফারাজ’-এর মুক্তি, অন্ধকারে ‘শনিবার বিকেল’

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১০:৩৩ পিএম

ভারতের ১০০ হলে ‘ফারাজ’-এর মুক্তি, অন্ধকারে ‘শনিবার বিকেল’

ভারতের ১০০টি হলে মুক্তি পেল বহুল বিতর্কিত ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে হংসল মেহতা পরিচালিত হিন্দি সিনেমা ‘ফারাজ’। এদিকে বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী একই ঘটনা নিয়ে বানিয়েছিলেন 'শনিবার বিকেল', যা এখনো সেন্সরবোর্ডের অন্ধকার ঘরেই আবদ্ধ হয়ে আছে। 

২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে হওয়া জঙ্গি হামলার ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘ফারাজ’। নতুন ভারতীয় এ সিনেমাটির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই সমস্যার শুরু হয়। 

ছবিটির মুক্তির স্থগিতাদেশ চেয়ে আদালতে করে রিট করে ওই হামলায় নিহত দুই মেয়ের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার আবেদন বাতিল করে মুক্তির অনুমতি দেয় দিল্লি হাইকোর্ট। যেহেতু এ হামলা একটি পাবলিক ইস্যু ছিল, তাই সর্বসাধারণের জ্ঞাতার্থে পারিবারিক বিষয়টি এখানে কার্যকর নয় বলে তাদের আবেদন মঞ্জুর করেননি আদালত। 

তবে সিনেমাটি মুক্তিতে একটি শর্ত দিয়েছে আদালত। সিনেমার শুরুতে বিবৃতি দিতে হবে যে, এই ছবিতে ব্যবহৃত যাবতীয় আক্রমণ-দৃশ্য এবং ঘটনা পুরোপুরি কাল্পনিক। এ শর্ত মেনেই সব সমস্যা পার হয়ে ভারতে মুক্তি পেয়ে গেল ছবিটি। 

অন্যদিকে, ‘ফারাজ’ সিনেমার অন্তত এক ঘণ্টা আগে হলেও 'শনিবার বিকেল' মুক্তি দেওয়ার অনুরোধ করেছিলেন ছবিটির নির্মাতা ফারুকী। কিন্তু হলো না।

Link copied!