মডেল তিন্নি হত্যা মামলার রায় পেছালো

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৫:৪৪ এএম

মডেল তিন্নি হত্যা মামলার রায় পেছালো

দেশের আলোচিত মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৫ নভেম্বর। মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী এ তারিখ নির্ধারণ করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল। রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির রায় স্থগিত করে ফের যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করা হলে আদালত সেই আবেদন মঞ্জুর করে ওই দিনই রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক শেষ করতে নির্দেশ দেন। পরে আগামী ১৫ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে, ২০০২ সালের ১০ নভেম্বর কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন কেরানীগঞ্জ থানার তৎকালীন এএসআই সফি উদ্দিন অজ্ঞাতপরিচয় আসামির নামে মামলা করেন ।

মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই কাইয়ুম আলী সরদার। পরে, ২০০২ সালের ২৪ নভেম্বর তদন্তভার পান সিআইডির তৎকালীন সিআইডির পরিদর্শক ফজলুর রহমান। পর্যায়ক্রমে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির একাধিক কর্মকর্তা। সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাংসদ গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১০ সালের ১৪ জুলাই অভির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। 

এরপর, চার্জশিটভুক্ত ৪১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Link copied!