মিথ্যা বলায় শাস্তি পেতে পারেন অ্যাম্বার হার্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২২, ০৩:১১ পিএম

মিথ্যা বলায় শাস্তি পেতে পারেন অ্যাম্বার হার্ড

জনি ডেপের কাছ থেকে পাওয়া ডিভোর্স সেটলমেন্টের টাকা নিয়ে মিথ্যা বলায় এবার পুলিশি তদন্তের সম্মুখীন হতে পারেন মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, ডেপের সাথে বিচ্ছেদের পর পাওয়া টাকা থেকে ৩.৫ মিলিয়ন ডলার দান করে দিয়েছেন বলে দাবি করেছিলেন অ্যাম্বার হার্ড। কিন্তু সাম্প্রতিক আইনি লড়াইয়ে উচ্চ আদালতে তিনি স্বীকার করেছেন যে, সেই টাকা তিনি আসলে দান করেননি। ফলে ইচ্ছাকৃতভাবে আদালতে মিথ্যা বলার অপরাধে দণ্ডিত হয়েছেন হার্ড।

২০১৬ সালে বিচ্ছেদের পর হার্ড জানিয়েছিলেন, বিচ্ছেদের ফলে পাওয়া ৭ মিলিয়ন ডলার তিনি লস অ্যাঞ্জেলসের চিলড্রেনস হসপিটাল এবং আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নকে ভাগ করে দিবেন।

কিন্তু গেল সোমবার হার্ড তার স্বীকারোক্তিতে বলেন, তিনি এখনো সম্পূর্ণ টাকা দান করেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, ডেপ তাকে ২০১৯ সালের মার্চে ৫০ মিলিয়ন ডলারের মামলায় ফাঁসিয়েছেন।

Link copied!